বেশিদিন আর বাকি নেই। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। পাত্র সায়নদীপ। তবে এই বিয়ে সামাজিক মতে নয়, খাতায় কলমে আইনিভাবে বিয়ে সারবেন রূপসা-সায়নদীপ। ওইদিনই আংটি বদলও হবে তাঁদের। আর তার আগেই এই জুটির শুরু হয়ে গেল আইবুড়োভাত পর্ব।
প্রথম আইবুড়ো ভাত রূপসা-সায়নদীপের
এনগেজমেন্ট থেকে রেজিস্ট্রি সবকিছুর দায়িত্ব একা হাতেই সামলাচ্ছেন রূপসা। তার মাঝেই ছোট করে আইবুড়ো ভাত সেরে নিলেন অভিনেত্রী ও তাঁর বহু বর। টেলি অভিনেতা উজ্জ্বলের বাড়িতেই এই আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়।
কী ছিলো আইবুড়ো ভাতের মেনুতে
কী ছিল না রূপসার আইবুড়ো ভাতের মেনুতে? ভাত, ডাল, আলুভাজা, মাছ আর মটনে জমজমাট রূপসা ও সায়নদীপের প্রথম আইবুড়োভাত। এদিন অবশ্য একেবারে ক্যাজুয়াল ভাবেই এসেছিলেন অভিনেত্রী। আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন রূপসা। ক্যাপশনে জানিয়েছেন এটা তাঁর প্রথম আইবুড়ো ভাত।
কেমন সাজবেন রেজিস্ট্রির দিন
বাগদান ও রেজিস্ট্রি বিয়ের দিন রূপসা সাদা গাউনে সাজবেন এবং সায়নদীপ পরবেন টাক্সিডোতে। অভিনেত্রী জানান যে এটা তো মিনি বিয়ে। তবে সবাই আইবুড়ো ভাত খাওয়াবে বলেই জানিয়েছেন অভিনেত্রী। এখনও বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। ১৪ ফেব্রুয়ারি রূপসা আর সায়নদীপের পছন্দের খাবারই থাকছে মেনুতে। রেজিস্ট্রির পরই দুই বাড়ি থেকে একসঙ্গে মিলে ঠিক করা হবে তাঁদের বিয়ের তারিখ। সম্ভবত ২০২৪ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।
রূপসা-সায়নদীপের সম্পর্ক
প্রসঙ্গত, গত বছরই সম্পর্কে জড়ান রূপসা ও সায়নদীপ। সেই সময়ই তাঁরা জানিয়েছিলেন যে এই বছরই আংটি বদল করবেন তাঁরা এবং ওইদিনই আইনি মতে বিয়েও করে নেবেন। রূপসা ও সায়নদীপ দুজনেই খুব খুশি এই সম্পর্ক নিয়ে।