Advertisement

Arnab- Ipsita: দূরত্ব মুছে গেছে! অর্ণবের জন্মদিনে প্রেমমাখা ছবি পোস্ট ইপ্সিতার

Arnab Banerjee- Ipsita Mukherjee: ঝগড়া- অভিমান মিটে, ফের এক হয়েছেন টেলি অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়। এবার 'জল থই থই ভালোবাসা'-র বসু পরিবারের ছোট ছেলের (অর্ণব) জন্মদিন শুক্রবার। বিশেষ দিন, তাই সঙ্গীকে স্পেশাল মেসেজ দিলেন ইপ্সিতা। 

অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Sep 2023,
  • अपडेटेड 1:12 PM IST

টলি বা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার খবর পাওয়া প্রায়শই যায়। আবার কিছু বিকল্প হিসেবে, ফাটল ধরা সম্পর্ক ভেঙে না গিয়ে সব সমস্যা মিটে যাওয়ার খবরও পাওয়া যায়। ঝগড়া- অভিমান মিটে, ফের এক হয়েছেন টেলি অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়। এবার 'জল থই থই ভালোবাসা'-র বসু পরিবারের ছোট ছেলের (অর্ণব) জন্মদিন শুক্রবার। বিশেষ দিন, তাই সঙ্গীকে স্পেশাল মেসেজ দিলেন ইপ্সিতা। 

বার্থডে বয়- অর্ণবের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইপ্সিতা। সামনে রয়েছে দাবার বোর্ডের থিমে কেক। অর্ণবের উদ্দেশ্যে অভিনেত্রী  লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা।' জুটির মুখ দেখেই বোঝা যাচ্ছে, একে অপরের সঙ্গে দারুণ খুশি তাঁরা। ফ্যানেরাও কমেন্ট বক্সে ভরিয়েছেন- ভালোবাসা- শুভেচ্ছায়।   

 

আরও পড়ুন

 

'আলো ছায়া' ধারাবাহিকে কাজ করার সময় আলাপ অর্ণব- ইপ্সিতার। ধারাবাহিকে নায়কের বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন ইপ্সিতা। সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব ও পড়ে তা গড়ায় প্রেমে। সম্পর্ক নিয়ে বেশি দিন লুকোছাপা করেননি তাঁরা। 

২০২২ সালে আইনি বিয়ে সারেন নিয়েছেন ইপ্সিতা- অর্ণব। মাঝে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল। পরে ভুল বোঝাবুঝি মিটে, আবার কাছাকাছি হন তাঁরা।  সোশ্যাল মিডিয়ায় দু'জনে নানা রকম ছবিও পোস্ট করেন। বর্তমানে একই মেগা- 'জল থই থই ভালোবাসা'-তে অভিনয় করছেন দু'জনেই।  


 

Read more!
Advertisement
Advertisement