মহাপ্রভু জগন্নাথের জন্মবার্ষিকী (Mahaprabhu Jagannath's Birth Anniversary) গোটা বিশ্বর বাঙালিদের কাছে খুব স্পেশাল। আর সেই উপলক্ষে এবার একাধিক ধারাবাহিকে দেখা যাবে 'স্নান যাত্রা' (Jagannath Snan Yatra)- র বিশেষ পর্ব। 'খড়কুটো' (Khorkuto), 'মহাপীঠ তারাপীঠ' (Mahapeeth Tarapeeth), 'খেলাঘর' (Khelaghor) এবং 'গঙ্গারাম' (Gangaram)-এ দর্শকেরা উপভোগ করতে পারবেন মজাদার এবং নাটকীয় এই বিশেষ পর্বগুলি।
বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাংলা ধারবাহিকগুলি বর্তমানে দর্শকদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই যে কোনও পার্বণে ছোট পর্দাতেও চলে উৎযাপন। বাদ যায়নি জগন্নাথের স্নানযাত্রাও।
'খড়কুটো'-তে গুনগুনের জীবনে সম্প্রতি প্রচুর অশান্তি গেছে। স্বামী সৌজন্য অর্থাৎ বাবিনের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সে। এদিকে একে অপরের প্রেমে পাগল হওয়া সত্ত্বেও নিজেদের অনুভূতি খুব কমই প্রকাশ করতে পেরেছে 'সৌগুন'। এবার ভগবান জগন্নাথের আশীর্বাদে দু'জনের মধ্যে নতুন রোম্যান্টিক যাত্রা কি তাহলে শুরু হবে? তাই দর্শকেরা দেখতে পাবেন স্নান যাত্রার বিশেষ পর্বে ২৪ ও ২৫ জুন সন্ধ্যা ৭.৩০ টায়।
এদিকে 'গঙ্গারাম' ধারাবাহিকে গঙ্গারাম এবং টায়রার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং এখন সময় এসেছে তাঁদের বিচ্ছেদের। এই দূরত্বে টায়রা বুঝতে পারে, গঙ্গারামকে সে ভালোবাসে এবং এখন তাঁকে ছেড়ে যেতে সে নারাজ। দু'জনেই কি বিভিন্ন পথে হাঁটতে শুরু করবে এবার? নাকি একসাথে নতুন যাত্রা শুরু হবে এই জুটির? এই প্রশ্নের উত্তর মিলবে স্নান যাত্রার বিশেষ পর্বে ২৪ ও ২৫ জুন রাত ৯.৩০ টায়।
'খেলাঘর' -এ জগন্নাথদেবের স্নান যাত্রার শুভদিনে পূর্ণা তাঁর প্রথম রাজনৈতিক জনসভায় একজন নেত্রী হিসাবে উপস্থিত হবেন। প্রতিপক্ষ হিসাবে নির্বাচনে লড়াই করে দুর্নীতিবাজ রাজনীতিবিদ গগণ মাখালকে পরাজিত করার শপথ নিয়েছে সে। গগণ মাখাল এটি জানতে পেরে অত্যন্ত অখুশি এবং পূর্ণা ও সন্তুকে হুমকি দিয়েছেন ইতিমধ্যেই। পূর্ণা তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত হবে না বলেই ঠিক করে। এদিনই পূর্ণাকে আক্রমণ করার পরিকল্পনা করেছেন গগণ। পূর্ণা কি বাঁচতে পারবে এবং তাঁর লক্ষ্যে পৌঁছতে পারবে? ২৪ ও ২৫ জুন সন্ধ্যা ৬ টার বিশেষ পর্বে দেখা যায় সেটি।
'মহাপীঠ তারাপীঠ' এই মুহূর্তে দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে। রেটিং চার্টেও প্রথম চারেই থাকছে এই ধারাবাহিক আগামী শুক্রবার, ২৫ জুন এই ধারাবাহিকে হবে রাত ১০ -১১ টা, ১ ঘণ্টার বিশেষ পর্ব। নিষ্পাপ সুলক্ষণার স্বামীকে সাপ কামড়ায়। এবার তারা মায়ের আশীর্বাদে বামা কীভাবে তাঁকে বাঁচাবে?
প্রসঙ্গত, এদিকে লকডাউনের জেরে দীর্ঘদিন চলেছে 'শ্যুট ফ্রম হোম'। সেই সঙ্গে ছিল আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের তরজা। শ্যুটিংয়ে অনুমতি মিললেও পুরদস্তুর শ্যুটিংয়ে বাধা মিলছিল বলেই দাবী করা হয়েছিল। শেষমেশ জট কিছুটা কেটে ফের শুরু হয়েছে শ্যুটিং। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের ফের মনোরঞ্জন করার।