Advertisement

Big Boss: প্রতারণার অভিযোগে গ্রেফতার, বিগ বস খ্যাত তারকা মডেল

Big Boss: অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে প্রতারণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে জাল ব্যাঙ্ক ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং প্রায় ৪.৯৫ কোটি টাকার ভুয়ো ডিমান্ড ড্রাফট।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 12:49 AM IST

Big Boss: মরাঠি টেলিভিশন দুনিয়ায় চাঞ্চল্য। ‘বিগ বস মারাঠি ৩’ ও ‘স্প্লিটসভিলা ১৩’-এর পরিচিত মুখ জয় দুধানে গ্রেফতার হলেন ৫ কোটি টাকার রিয়েল এস্টেট প্রতারণার মামলায়। মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মরাঠি বিনোদন মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি। অভিযোগকারী জানিয়েছেন, জয় দুধানে ও তাঁর পরিবারের চার সদস্য মিলে তাঁকে ঠানে এলাকায় পাঁচটি কমার্শিয়াল দোকানে বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। পরে জানা যায়, ওই দোকানগুলি আগেই একটি ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা ছিল।

অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে প্রতারণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে জাল ব্যাঙ্ক ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং প্রায় ৪.৯৫ কোটি টাকার ভুয়ো ডিমান্ড ড্রাফট।

আরও পড়ুন

কীভাবে ফাঁস হল ঘটনা?
ব্যাঙ্ক কর্তৃপক্ষ বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস জারি করার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তখনই প্রতারিত ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন এবং এফআইআর দায়ের করেন।

সিনিয়র পুলিশ ইনস্পেক্টর প্রবীণ মানে পিটিআই-কে জানিয়েছেন, শনিবার মুম্বই বিমানবন্দর থেকে ফিটনেস ট্রেনার ও মডেল জয় দুধানেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিয়ের রেশ কাটতে না কাটতেই গ্রেফতার
উল্লেখ্য, গত ডিসেম্বর ২০২৫-এ কনটেন্ট ক্রিয়েটর হর্ষলার সঙ্গে বিয়ে করেন জয় দুধানে। দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বিয়ের কয়েক দিনের মধ্যেই এই গ্রেফতারি নতুন করে চর্চা বাড়িয়েছে।

কেরিয়ার পরিচিতি
‘স্প্লিটসভিলা ১৩’ জয়ের পর জয় দুধানে জনপ্রিয়তা পান। পরে ‘বিগ বস মারাঠি ৩’-এ অংশ নিয়ে তিনি আরও পরিচিত মুখ হয়ে ওঠেন। মারাঠি সিনেমা ও টেলিভিশনেও কাজ করেছেন তিনি, ফলে আঞ্চলিক বিনোদন জগতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement