Advertisement

Jeetu- Ditipriya Serial: অবশেষে স্লট পেল জিতু- দিতিপ্রিয়ার মেগা, 'চিরদিনই তুমি যে আমার'-র জন্য কোন ধারাবাহিকে কোপ পড়বে?

Bangla Serial: হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে। টিআরপি-তে এগিয়ে থাকার দৌড়ে এবং দর্শকদের মনোরঞ্জন করার জন্য প্রতিটা মেগাতেই আসছে নতুন নতুন ট্র্যাক।

দিতিপ্রিয়া- জিতু (ছবি: ফেসবুক)দিতিপ্রিয়া- জিতু (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 2:19 PM IST

২০২৫-র শুরু থেকেই আসছে একের পর এক নতুন বাংলা ধারাবাহিক। সে তালিকায় যোগ হচ্ছে জি বাংলার নতুন মেগা 'চিরদিনই তুমি যে আমার'-র নাম। এই মেগা আসার খবর চাউর হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহলের শেষ নেই। এই মেগাতে প্রথবার জুটিতে দেখা যবে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়কে। এতদিন নানা জল্পনা শোনা যাচ্ছিল, ধারাবাহিক নিয়ে। অবশেষে নানা প্রশ্নের উত্তর সামনে এল। 

হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে। টিআরপি-তে এগিয়ে থাকার দৌড়ে এবং দর্শকদের মনোরঞ্জন করার জন্য প্রতিটা মেগাতেই আসছে নতুন নতুন ট্র্যাক। এমনকী খুব অল্প সময়ে শেষ হচ্ছে বহু সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। নতুন মেগা আসা মানেই, কোপ পড়বে পুরনো কোনও মেগায়। আবার পাল্টাতে পারে ধারাবাহিক সম্প্রচারের সময়ও। 'চিরদিনই তুমি যে আমার' আসার খবর ছড়িয়ে পড়তেই, সকলেই ভাবছিলেন কোন স্লটে পাবেন জিতু- দিতিপ্রিয়ারা। 

প্রকাশ্যে এসেছে 'চিরদিনই তুমি যে আমার'-র নতুন প্রোমো। ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে দেখা যাবে এই নতুন মেগা। এতদিন সেসময় দেখা যেত 'আনন্দী'। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি ৬ মাসের মধ্যেই শেষ হবে অন্বেষা- হৃত্বিকের মেগা সিরিয়াল? সে উত্তরটি হল 'না'। কারণ 'আনন্দী'-কে পাঠানো হয়েছে সন্ধ্যা ৬টার স্লটে। এতদিন সেসময় দেখা যেত 'নিম ফুলের মধু'। স্টুডিও পাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই শেষ হবে রুবেল- শ্বেতাদের ধারাবাহিক। 

আরও পড়ুন

 

 

প্রসঙ্গত,  জিতুর কেরিয়ার শুরু হয় টেলিভিশন থেকেই। ২০১০ সালে 'নিয়তি' ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা যায়। জিতুকে শেষ মেগাতে দেখা গিয়েছিল 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে'। এছাড়া বড় পর্দায় তাঁর বহু কাজ প্রশংসিত। অন্যদিকে 'করুণাময়ী রানী রাসমণি'-তে রানিমা চরিত্রে অভিনয় করে, সকলের মন শুরু থেকেই জয় করেছেন দিতিপ্রিয়া। এরপর ছোট পর্দা থেকে সোজা বড় পর্দা ও ওটিটির দুনিয়ায় একের পর এক কাজ করে সকলের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এই অসমবয়সী প্রেমের গল্পে এবার নতুন জুটির ম্যাজিক কতটা কাজ করে সেটা সময়ই বলবে।      

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement