শরীরে থাবা বসিয়েছে মারণ ক্যান্সার (Cancer)। তাও তিনি লড়ে যাচ্ছেন। কথা হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক 'জিয়ন কাঠি' (Jiyon Kathi)-র জাহ্নবী চ্যাটার্জী ওরফে ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে। তবে এটা কোনও রিল লাইফের গল্প না। একেবারে রিয়েল লাইফের কঠিন বাস্তবের এক গল্প। গত ফেব্রুয়ারিতে তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির এক প্রাইভেট হাসপাতালে। প্রথম কেমো থেরাপির (Chemotherapy) পরই ফের নারী দিবসের দিনই কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী।
এর আগেও প্রায় ৬ বছর আগে ২০১৫ শালে শিরদাঁড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রায় দেড় বছর কঠিন লড়াইয়ের পর সুস্থ হয়েছিলেন তিনি। আবার সেই দুঃস্বপ্নের দিনগুলি ফিরে এসেছে তাঁর জীবনে। এইবার কাঁধে সাংঘাতিক ব্যথা হওয়ার পর একের পর এক টেস্ট করতে হয় তাঁকে। ফের উড়ে যান দিল্লিতে।
রাজধানীর হাসপাতালে তাঁর ডান দিকের ফুসফুসে টিউমার ধরা পড়ে। হাসপাতালের বিছানায় শুয়ে একটি ভিডিয়ো পোস্ট করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ঐন্দ্রিলার খুব কাছের বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রায়শই দেখা মেলে তাঁদের একসঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি। প্রিয় বন্ধুকে সাহস যোগাতে সব্যসাচীও গিয়েছিলেন দিল্লিতে। সেখান থেকে তিনিও শেয়ার করেছেন ঐন্দ্রিলার ছবি। বন্ধু কতটা সাহসী মেয়ে, তা বারবার প্রকাশ পেয়েছে তাঁর নানা পোস্টে। সব্যসাচী জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিক, 'মহাপীঠ তারাপীঠ'- এ বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয়ের জন্যে জনপ্রিয়।
সরস্বতী পুজোর ঠিক আগের দিন কাঁধের ব্যথা শুরু হওয়ার পরই ঐন্দ্রিলার পরিবার আর দেরি করেননি। তড়িঘড়ি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পর ক্যান্সার ধরা পড়ে। প্রথম কেমো নিয়েই শহরে ফিরে আসেন তাঁরা। কিছুদিনের বিশ্রামের পরই ফের চেনা ও কাছের শ্যুটিং ফ্লোরে ঐন্দ্রিলা। সেখান থেকে মেকআপ করার ছবিও শেয়ার করেন তিনি। আর সেই পোস্টেই তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।
সত্যি! এটাই যেন আসল নারীর দিবসের এক দৃষ্টান্ত। ঐন্দ্রিলা যাতে খুব তাড়াতাড়ি একেবারে সুস্থ হয়ে ওঠেন এখন সেটাই তাঁর সকল পরিবার-পরিজন, অনুগামীদের প্রার্থনা। আজতক বাংলার তরফ থেকেও ঐন্দ্রিলা শর্মার জন্যে অনেক শুভ কামনা।