বিয়ে করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। এই খবরেই এখন জোরদার আলোচনা টলিপাড়ায়। চলতি বছর মার্চ মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বাংলা বিনোদন জগতের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত 'লাভ বার্ডস'। হাতে রয়েছে একেবারে কম সময়। এজন্যে বিয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সদ্য পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনী বিবাহবিচ্ছেদ হয়েছে কাঞ্চনের। এর মধ্যেও শোনা গেল তৃতীয়বার বইয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিধায়ক- অভিনেতা।
টলিপাড়া সূত্রের খবর অনুযায়ী, এবছর ৬ মার্চ চার হাত এক হবে কাঞ্চন- শ্রীময়ীর। তৃতীয়বার বিয়ে করতে চলেছেন কাঞ্চন। তবে শ্রীময়ীর এটা প্রথম বিয়ে। শোনা যাচ্ছে, ঠিক হয়ে গেছে কনের রূপটান শিল্পীও। তবে বিয়ে নিয়ে খুব বেশি আলোচনা চাইছেন না জুটি। সম্পর্কের মতো প্রস্তুতিও এজন্যে চলছে রাখঢাক করেই। bangla.aajtak.in-র তরফে যোগাযোগ করা হয় হবু বর- কনের সঙ্গে। তবে কাঞ্চনকে ফোনে পাওয়া যায়নি। শ্রীময়ী ফোনে সাড়া দিলেও, বিয়ের প্রশ্ন শুনে তিনি জানান, শ্যুটিং ফ্লোরে থাকার কারণে কথা বলতে পারবেন না তিনি।
শিরোনামে থাকেন অভিনেতা- বিধায়ক কাঞ্চন এবং অভিনেত্রী শ্রীময়ী। পার্টি হোক কিংবা জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের। টলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দু'জনের কেউই এবিষয় এখনও সিলমোহর দেননি। তবে ধীরে ধীরে যেন গোপনীয়তা আলগা করছিলেন। পার্টি, ছবির প্রিমিয়ার থেকে যে কোনও উৎসবে বর্তমানে প্রায় একসঙ্গেই সামিল হন কাঞ্চন- শ্রীময়ী। গণেশ চতুর্থী, কৌশিকী অমাবস্যা, জন্মাষ্টমীর পরে কালী পুজোও একসঙ্গে কাটয়েছেন জুটি। কাঞ্চনের বাড়ির কালী পুজোয় একেবারে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছিল দু'জনকে। এমনকী দীপাবলির পরে নৈহাটির বড় মায়ের মন্দিরেও একসঙ্গে দেখা যায় তাঁদের। শ্রীময়ীর মা ও পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন বিধায়ক- অভিনেতা।
প্রসঙ্গত, সম্প্রতি কাঞ্চন মল্লিক ও তাঁর প্রাক্তন স্ত্রী, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে 'প্রাক্তন' তকমা জুড়েছে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আইনী বিচ্ছেদ হয়েছে কাঞ্চন- পিঙ্কির। টলিপাড়ার সূত্রের খবর, গত ১০ জানুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত। বহুদিন ধরে দাম্পত্যে ফাটল ধরে কাঞ্চন- পিঙ্কির। যা সামনে আসে ২০২১ সালের জুন মাস নাগাদ। অভিযোগ- পাল্টা অভিযোগের পর্ব চলতে থাকে। এমনকী জল গড়ায় থানা অবধি। পিঙ্কি অভিযোগ করেন, কাঞ্চনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের। অন্যদিকে শ্রীময়ী সেসময় দাবী করেন, নেগেটিভ পাবলিসিটি হচ্ছে তাঁর নামে।