বিয়ের মরসুমে (Wedding Season) বাঙালির ড্রইং রুমেও রমরমিয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। একাধারে একাধিক বাংলা সিরিয়ালে (Bengali Serial) একের পর এক চলছে বিয়ের পর্ব। এবার সেই পথেই হাঁটতে চলেছে জনপ্রিয় বাংলা সিরিয়াল 'করুণাময়ী রানী রাসমণি'ও (Karunamoyee Rani Rashmoni)।
এবার জি বাংলারতে শুরু হতে চলেছে আরেক বিয়ের অনুষ্ঠান। রাসমণির গদাধর বিয়ে করবেন সারদামণিকে। সম্প্রতি প্রচারিত জি বাংলার এই সিরিয়ালের একটি প্রমো সম্প্রচারিত হয়েছে। চ্যানেলের সোশ্যাল পেজে শেয়ার হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে গদাধর ও সারদামণির বিয়েতে মেতে উঠেছেন সকলে। টুকটুকে লাল বেনারসী, চেলি ও চন্দন-মুকুটে সাবেকীভাবে সেজেছেন ছোট্ট সারদা।
বিয়ে বাড়িতে প্রস্তুতি চলছে জোড় কদমে। এদিকে হ্যাজাক হাতেই বরযাত্রী এসে হাজির নাচতে নাচতে। প্রথমে জামাইকে এইরূপে দেখে হকচকিয়ে গেলেও পড়ে হাসিমুখেই তাঁকে বরণ করেন শাশুড়ি মা। নাচ-গান, হৈ চৈ শুনে গাছকৌটো হাতেই বরকে দরজার আড়াল থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করছে কনে সারদা।
প্রদীপ, আলপনা ও গাঁদা ফুলের মালায় সেজে উঠেছে কনের বাড়ি। শঙ্খ ও উলুধ্বনি সহযোগে বিয়ের আচার অনুষ্ঠান করছেন এয়ো স্ত্রীয়েরা। কুনকে দিয়ে সারদামণির সিঁথি রাঙিয়ে দিলেন গদাধর।
নতুন বছরের শুরুতেই, ৪ থেকে ১১ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ টায় জি বাংলায় চলবে গদাধর-সারদার বিয়ের বিশেষ পর্ব। সারদা মা শুধু গদাধরের স্ত্রী নয়, ছিলেন গদাইয়ের সাধক সঙ্গিনীও। প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারী মা সারদার জন্মতিথি। আর সেই সময়ই সিরিয়ালেও চলবে বিশেষ পর্ব।
কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'যমুনা ঢাকি'-তে মুখ্য চরিত্র সঙ্গীত ও যমুনা বিয়ে হয়েছে। এখন চলছে এই মেগার খুব গুরুত্বপূর্ণ চরিত্র গীত অর্থাৎ সঙ্গীতের বোনের বিবাহ পর্ব।মিম, ট্রোল সব কাটিয়ে জনপ্রিয়তার নিরিখে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলার এই সিরিয়ালগুলি। আর সন্ধ্যাবেলা তাই প্রাইম টাইমে বাংলার ঘরে ঘরে চলছে এই মেগা।