Advertisement

শীঘ্রই ফিরছে দ্য কপিল শর্মা শো, সোশাল পোস্টে ইঙ্গিত কৃষ্ণার

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) শীঘ্রই ফিরতে চলেছে পর্দায়। এমনটাই একটি সোশাল পোস্টে হিন্ট দিয়ে রাখলেন শো-এর অন্যতম সদস্য স্ট্যান্ড আপ কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। গত ফেব্রুয়ারি মাসে শো অফ এয়ার হয়ে যায়। তার পর থেকে শো-এর দর্শকরা বার বার জিজ্ঞাসা করেছেন, কবে ফের একবার দেখা যাবে কপিল অ্যান্ড কোম্পানিকে।

কৃষ্ণা অভিষেককৃষ্ণা অভিষেক
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 06 Jun 2021,
  • अपडेटेड 6:30 PM IST

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) শীঘ্রই ফিরতে চলেছে পর্দায়। এমনটাই একটি সোশাল পোস্টে হিন্ট দিয়ে রাখলেন শো-এর অন্যতম সদস্য স্ট্যান্ড আপ কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। গত ফেব্রুয়ারি মাসে শো অফ এয়ার হয়ে যায়। তার পর থেকে শো-এর দর্শকরা বার বার জিজ্ঞাসা করেছেন, কবে ফের একবার দেখা যাবে কপিল অ্যান্ড কোম্পানিকে।

কপিল নিজেও সোশআল মিডিয়ায় জানিয়েছিলেন, মে মাস থেকে শো ফের একবার টিভিতে ফিরতে চলেছে। কিন্তু করোনার জেরে সব পিছিয়ে যায়। সমস্ত শুটিং বন্ধ করে দেওয়া হয়। ফলে শো-এর নির্মাতারাও আর কাজ শুরু করতে পারেননি। শো-এর নতুন সিজনের জন্য বেশ কয়েকজন নতুন মুখ নেওয়া হতে পারে। সে কারণে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। কৃষ্ণা কপিল শর্মা শো-এর দ্বিতীয় সিজন থেকে যুক্ত হয়েছেন। তার পর থেকে এই শো-এর অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। তাঁর মিমিক্রি এবং নানা চরিত্রে করা অভিনয় দর্শদের ভীষণ পছন্দ।

 

আরও পড়ুন

কৃষ্ণা সোশাল মিডিয়ায় নিজের প্রথম এপিসোডের একটি ভিডিও ক্লিপ দিয়ে লেখেন, 'আমাদের প্রথম এপিসোড। ভীষণ এক্সাইটেড ছিলাম এবং একই সঙ্গে নার্ভাসও। প্রথমবার কারও কাছে এক কোটি টাকা চেয়েছিলাম। ফের এখবার শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। আমরা শীঘ্রই আসছি।'

এর আগেও সোশাল পোস্ট করে কৃষ্ণা শো শুরু হওয়ার প্রার্থনা করেছিলেন। তিনি লিখেছিলেন, 'শো-এর পাগলামো আমরা সবাই মিস করছি। আর এপেক্ষা করতে ভালো লাগছে না। ঈশ্বর তাড়াতাড়ি বিশ্বকে সুস্থ এবং নিরোগ করে দিন। আর আমরাও সকলের মনোরঞ্জনের জন্য ফেরত আসি।'

 

Read more!
Advertisement
Advertisement