Advertisement

New Bangla Serial: ৭ বছর পরে ছোট পর্দায় ফিরছেন মধুমিতা! এবার জুটি বাঁধবেন এই নায়কের সঙ্গে

Bengali Television News: বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক।

মধুমিতা সরকার (ছবি: ফেসবুক)মধুমিতা সরকার (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 6:38 PM IST

সংবাদ শিরোনামে থাকেন মধুমিতা সরকার। ভুল নাম কিংবা ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, সিঁথি ভর্তি সিঁদুর ইত্যাদি নানা কারণে তাঁকে নিয়ে নানা বিতর্ক হয়েছে নেটমাধ্যমে। গত কিছু মাস ধরে টলিউড নায়িকা ফের আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম নিয়ে। এই মুহূর্তে স্টুডিও পাড়া থেকে নেটপাড়া, সর্বত্র জোর চর্চায় মধুমিতা ও তাঁর জীবনের বিশেষ মানুষ। ফের আলোচনায় অভিনেত্রী। তবে এবার আর ব্যক্তিগত জীবনের জন্য নয়। প্রায় দীর্ঘ ৭ বছর পরে ছোট পর্দায় ফিরছেন নায়িকা। 

নতুন মেগা সিরিয়াল 

স্টুডিও পাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। এবার নাকি স্টার জলসার পর্দায় ফের দেখা যাবে মধুমিতাকে। খবর, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন তিনি। 'কুসুমদোলা'-র পর ফের লীনার লেখনিকে পর্দায় দেখা যাবে মধুমিতা। এবার অভিনেত্রী জুটি বাঁধবেন নীল ভট্টাচার্যের সঙ্গে। ইতিমধ্যেই নাকি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। 

মধুমিতার মুম্বইতে পাড়ি

মধুমিতাকে শেষ  বাংলা টেলিভিশনে দেখা গিয়েছিল ২০১৮ সালে, 'কুসুমদোলা' ধারাবাহিকে। এরপর মন দিয়েছিলেন বড় পর্দা ও ওটিটিতে। মাঝে কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন। তবে সেখানে ভাগ্যের শিকে ছেঁড়েনি। কলকাতায় ফিরে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি।

নীলের মুম্বইতে পাড়ি

অন্যদিকে নীলকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল জি বাংলার 'অমর সঙ্গী' মেগাতে। গত মে মাস নাগাদ মধুমিতার মতো তিনিও কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন। তবে সেখানের মাটি শক্ত করতে পারেননি নীলও। কলকাতায় ফিরে ধারাবাহিকের কাজেই ফিরছেন অভিনেতা।

মধুমিতা- নীলের সিরিয়াল

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে মধুমিতা- নীলের সিরিয়ালের নামে। যদিও এখনও পর্যন্ত অভিনেতা বা নির্মাতাদের তরফে সিলমোহর দেওয়া হয়নি। তাই এবার দেখার, কবে আনুষ্ঠানিক ঘোষণা হয়। 

Advertisement

প্রসঙ্গত, 'সবিনয় নিবেদন' ধারাবাহিকের মাধ্যমে ২০১১ সালে ছোট পর্দায় পা রাখেন মধুমিতা। এরপর একাধিক মেগার মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ১৮ বছর বয়সেই অভিনেতা- পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা। তবে বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা। তবে এরপর জানা যায় প্রেম করছেন তিনি। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। 
 

Read more!
Advertisement
Advertisement