Advertisement

Nitish Bharadwaj: স্ত্রী মানসিক অত্যাচার করছে, পুলিশের দ্বারস্থ টিভি-র মহাভারতের 'শ্রীকৃষ্ণ'

জানা গিয়েছে, নীতীশ ভরদ্বাজ হরিয়ানা পুলিশ কমিশনারকে মেল করে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, মানসিক ভাবে নির্যাতন করছেন স্ত্রী। নীতীশের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন ভোপাল পুলিশ কমিসনার। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিসিপি শালিনী দীক্ষিতকে।

Nitish BharadwajNitish Bharadwaj
Aajtak Bangla
  • ভোপাল,
  • 15 Feb 2024,
  • अपडेटेड 1:32 PM IST
  • স্ত্রীর অত্যাচারের নালিশ নিয়ে থানায় নীতীশ
  • শ্রীকৃষ্ণের ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন নীতীশ
  • স্মিতা নীতীশের দ্বিতীয় স্ত্রী

স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার অভিনেতা নীতীশ ভরদ্বাজ (Nitish Bharadwaj)। দূরদর্শনের টিভি সিরিয়াল 'মহাভারত'-এ শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এহেন নীতীশের অভিযোগ, তাঁকে দিনের পর দিন মানসিক অত্যাচার করছেন তাঁর স্ত্রী। পুলিশে অভিযোগও দায়ের করেছেন তিনি। নীতীশের স্ত্রী মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার স্মিতা ভরদ্বাজ।

স্ত্রীর অত্যাচারের নালিশ নিয়ে থানায় নীতীশ

জানা গিয়েছে, নীতীশ ভরদ্বাজ হরিয়ানা পুলিশ কমিশনারকে মেল করে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, মানসিক ভাবে নির্যাতন করছেন স্ত্রী। নীতীশের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন ভোপাল পুলিশ কমিসনার। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডিসিপি শালিনী দীক্ষিতকে।

শ্রীকৃষ্ণের ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন নীতীশ

বিআর চোপড়ার প্রযোজিত দূরদর্শনের টিভি সিরিয়াল মহাভারতে কৃষ্ণের ভূমিকায় সাড়া ফেলে দেন নীতীশ ভরদ্বাজ। আজও শ্রীকৃষ্ণের ভূমিকায় নীতীশের অভিনয় সকলের মনে রয়েছে।

স্মিতা নীতীশের দ্বিতীয় স্ত্রী

২০০৯ সালের ১৪ মার্চ মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার স্মিতাকে বিয়ে করেন নীতীশ। এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। তবে আলাদা থাকেন। বর্তমানে নীতীশ আর স্মিতার দুই যমজ কন্যা আছেন যাঁরা স্মিতার সঙ্গে ইন্দোরে থাকেন।

Read more!
Advertisement
Advertisement