Advertisement

Mou Er Bari: মুখোশের আড়ালে রাম না রূপম? 'মৌ এর বাড়ি'-তে টানটান পর্ব

Bangla Serial Episode Highlights: নেতারহাট থেকে ফিরে আসার পর, মৌ এখনও বিশ্বাস করে যে, রূপম বেঁচে আছে। মৌ তার অনুসন্ধান চালিয়ে যায়।

'মৌ এর বাড়ি' ধারাবাহিকে অভিনেতা অভিষেক বীর শর্মা'মৌ এর বাড়ি' ধারাবাহিকে অভিনেতা অভিষেক বীর শর্মা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Sep 2022,
  • अपडेटेड 6:28 PM IST

'মৌ এর বাড়ি' -তে  এই মুহূর্তে চলছে টানটান উত্তেজেনা। ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী মৃত্যু হয়েছে রূপমের। নেতারহাট থেকে ফিরে আসার পর, মৌ এখনও বিশ্বাস করে যে, রূপম বেঁচে আছে। মৌ তার অনুসন্ধান চালিয়ে যায়। কিন্তু রূপমের লাশ কফিনবন্দী হয়ে বাড়িতে আসার পর মন ভেঙে যায় মৌয়ের। অপরাধীদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সে। 

সকলে রূপমের মৃত্যু মেনে নিলেও, তা মানতে পারে না মৌ। এভাবেই কেটে যায় ৬ মাস সময়। এদিকে মিস্টার গোয়েল জানতে পারে জমির জন্য এক ব্যাক্তি তার লোকদের বিরুদ্ধে লড়াই করছে। রাম নামের সেই ব্যাক্তিকে দেখতে রূপমের মতো। যা দেখে হতবাক গোয়েল। অনেক খুঁজে সে বের করে রাম একজন জেলের ছেলে। 

এদিকে শিলিগুড়িতে মৌ রূপমকে দেখে। কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। নিরুপায় হয়ে একজন স্কেচ শিল্পী নিয়োগ করে রাজেশ এবং পবনের ছদ্মবেশ লুক, যা তারা নেতারহাটে দেখেছিল আঁকতে বলে মৌ। সে কলকাতার পবনের কথা মনে করে এবং সিদ্ধান্ত নেয় রূপমের সঙ্গে যে হোটেলে ছিল, সেখানে যাবে।

আরও পড়ুন

 

মৌ কি রূপমের খুনিকে খুঁজে বের করতে পারবে? রূপম কি রামের ছদ্মবেশে রয়েছে কোনও কারণে? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই, কালার্স বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকে।  

 

Read more!
Advertisement
Advertisement