Advertisement

ব্রা-এর সাইজ কত? জবাবে ধুয়ে দিলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ

অপরিষ্কার মানসিকতাকে মাঝে মাঝে ধুয়ে দেওয়ার প্রয়োজন হয়। ঠিক সে কাজটাই করলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। বুধবার ৭ এপ্রিল সোশাল মিডিয়ায় একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশনে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর ব্রা-এর সাইজ কত? উত্তরে যা বললেন সায়ন্তনী তা উপস্থিত সকলেই এক বাক্য প্রশংসা করেছেন।

সায়ন্তনী ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2021,
  • अपडेटेड 5:20 PM IST
  • নাগিন ৪-এ অভিনয়ের সুবাদে তাঁর ভালো ফ্যান ফলোইং রয়েছে
  • মাঝে মাঝে ফ্যানদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সোশাল মিডিয়ায় লাইভ সেশন করেন
  • ওই লাইভ সেশনে হঠাৎই এমন কুরুচিকর প্রশ্নের সম্মুখীন হন সায়ন্তনী

অপরিষ্কার মানসিকতাকে মাঝে মাঝে ধুয়ে দেওয়ার প্রয়োজন হয়। ঠিক সে কাজটাই করলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। বুধবার ৭ এপ্রিল সোশাল মিডিয়ায় একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশনে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর ব্রা-এর সাইজ কত? উত্তরে যা বললেন সায়ন্তনী তা উপস্থিত সকলেই এক বাক্য প্রশংসা করেছেন।

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি লাইভ সেশন করেন সায়ন্তনী। হিন্দি জনপ্রিয় ধারাবাহিক নাগিন ৪-এ অভিনয়ের সুবাদে তাঁর ভালো ফ্যান ফলোইং রয়েছে। তিনি মাঝে মাঝে ফ্যানদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সোশাল মিডিয়ায় লাইভ সেশন করেন। স্বাস্থ্য সচেতনতা নিয়ে ওই লাইভ সেশনে হঠাৎই এমন কুরুচিকর প্রশ্নের সম্মুখীন হন সায়ন্তনী। উত্তরে সায়ন্তনী বলেন, 'মানসিকতায় সাইজকে সমাপ্ত করুন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে সকলেই স্বাস্থ্য নিয়ে কথা বলছেন। কিন্তু মানসিক স্বাস্থ্য সবচেয়ে জরুরি বিষয় বলে মনে করি। শরীরে দিক থএকে ভিট তো থাকতেই হবে। তার সঙ্গে মানসিকতাকে ভুললে চলবে না। সময় এসেছে, বডি টাইপ বা বডি শেমিং বন্ধ করার। আমি এই পরিবর্তনের সঙ্গে রয়েছি। যদি আপনিও সহমত হন তবে হার্ট ইমোজি দিন।'

 

কেন সাইজ এত জরুরি? কেন স্তনকে নারী দেহেন অন্যান্য অঙ্গের মতো শুধুমাত্র একটা অঙ্গ হিসাবে মনে করা হবে না, তা নিয়ে লম্বা পোস্ট লেখেন সায়ন্তনী। যার ছত্রে ছত্রে পুরুষদের বডি শেমিংয়ের মানসিকতাকে চাবুক মারা হয়েছে। তিনি আরও মনে করেন, মেয়েরা চুপ করে থাকেন বলেই সকলে সাহস পায়। তাই জোর গলায় কথা বলার সময় এসেছে। কেউ যদি বডি শেমিং করে, তাকে যোগ্য জবাব দেওয়ার কথাও লেখেন সায়ন্তনী। সকলেই নিজের শরীরকে ভালোবাসার অনুরোধ জানিয়েছেন তিনি।

আপাতত একাধিক ধারাবাহিকে কাজ করছেন। সোনি সব টিভিতে তেরা পেয়ার হু ম্যায়-তে এখন অভিনয় করছেন। এর আগে কালার্স টিভির ব্যারিস্টার বাবু-তে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement