টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন বহু সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যায়। আরও এক তারকা জুটির দূরত্ব তৈরি হওয়ার খবর এই মুহূর্তে শিরোনামে। স্টুডিও পাড়ায় ফিসফাস ফের তুমুল অশান্তি বেঁধেছে নীল ভট্টাচার্য ও তৃণা সাহার সংসারে। প্রায় বছর দু'য়েক আগে রটে গিয়েছিল ডিভোর্স হবে জুটির। সেসময় খবরটি ভুয়ো বলে উড়িয়ে দেন দু'জনেই। এবার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁরা। খবর, আবারও সম্পর্কে ফাটল ধরেছে তারকা জুটির।
আগেরবার শোনা গিয়েছিল তৃণার জীবনে নাকি নতুন মানুষ আগমনের জন্যই দূরত্ব তৈরি হয়েছিল দু'জনের। ঝামেলা এতটাই বেড়েছিল যে, বিচ্ছেদ পর্যন্ত জল গড়াচ্ছিল বিষয়টা। পরে সবটা ঠিক হয়ে যায় ধীরে ধীরে। এদিকে ফের গুঞ্জন শুরু হয়েছে। যদিও এবার শোনা যাচ্ছে অন্য খবর। ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী, এবার নাকি কোনও নেতার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেতার। শহরের বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানেও নাকি একসঙ্গেই হাজির হচ্ছেন দু'জনে। যদিও নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি বা দূরত্বের কথাও শিকার করেননি।
টেলি পাড়ার অন্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা সুযোগ পেলেই ভ্যাকেশনে চলে যেতেন। কর্ম ব্যস্ততা থেকে ছুটি নিয়ে এই ভ্রমণপ্রিয় জুটি প্রায়ই বিদেশেও পাড়ি দিতেন। সেসময় সোশ্যাল মিডিয়া ভরে উঠত 'তৃনীল'-র নানা রোম্যান্টিক মুহূর্ত থেকে ট্রেন্ডিং রিলসে। তবে বেশ কিছু মাস তাঁদের কোনও ভ্যাকেশনের ছবি সামনে আসেনি। শুধু তাই নয়, একসঙ্গে খুব একটা ছবি পোস্ট করতেও দেখা যায় না তাঁদের।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন নীল ও তৃণা। বর্তমানে নীল ব্যস্ত 'অমর সঙ্গী' ধারাবাহিকের শ্যুট নিয়ে। অন্যদিকে তৃণা সাহার নতুন মেগা 'পরশুরাম - আজকের নায়ক' শুরু হবে এমাসেই। সম্পর্কে দূরত্বের জল্পনা শোনা গেলেও, এবছর মহাশিবরাত্রির দিন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে নীল- পত্নীকে।