বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সে তালিকায় নাম যোগ হতে চলেছে জি বাংলার 'নিম ফুলের মধু'-র। টলিপাড়ায় এমন গুঞ্জনই শোনা যাচ্ছে এই মুহূর্তে।
শুরুর পর থেকে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছে 'নিম ফুলের মধু'। মাঝে মধ্যে এদিক- ওদিক হলেও, বেশিরভাগ সপ্তাহে রেটিং চার্টে সেরা ৫ বাংলা ধারাবাহিকের মধ্যে থাকে এই মেগা। এমনকী কিছু সপ্তাহে শীর্ষ স্থানেও ছিল এই ধারাবাহিক। শুধু তাই নয়, সৃজন বা পর্ণা ছাড়াও বাবুর মা সহ 'নিম ফুলের মধু'-র আরও একাধিক চরিত্র বেশ জনপ্রিয়। কিন্তু তা সত্ত্বেও শোনা যাচ্ছে, পুজোর পরেই নাকি যাত্রা শেষ হতে চলেছে মেগা সিরিয়ালটির।
যদিও চ্যানেল বা কলাকুশলীদের কেউই এখন পর্যন্ত এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাইছেন না। অভিনেতারা বলছেন, তাঁরা কানেও এই গুঞ্জন এসেছে। তবে নির্মাতাদের তরফে এখনও কিছুই জানানো হয়নি। বরং এই মুহূর্তে সকলে খুবই ব্যস্ত শ্যুটিং নিয়ে। কারণ পুজোর ব্যাঙ্কিংয়ের জন্য শ্যুট চলছে। সংবাদমাধ্যমকে পর্দার সৃজন, রুবেল দাস বলেন, "গুঞ্জন আমার কানেও এসেছে। তবে অফিসিয়ালি আমাদের কাছে এমন কোনও খবর নেই যে, 'নিম ফুলের মধু' শেষ হচ্ছে।"
অভিনেতা আরও বলেন, "আমরা পুজোর ব্যাঙ্কিংয়ের জন্য শ্যুট করছি, এখন কাজের প্রচণ্ড চাপ। কিন্তু আজকাল কখন যে কী হয় সেটা তো বলা যায় না। শেষ হওয়ার চর্চার বিষয়টা আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। হয়ত গল্প ফুরিয়ে এসেছে…।"
প্রসঙ্গত, 'নিম ফুলের মধু'-তে প্রায় প্রতি সপ্তাহেই আসছে নতুন ট্যুইস্ট। সুইটিকে জব্দ করার দত্ত পরিবারে সকলে চেষ্টা করছে পর্ণার স্মৃতি ফেরানোর। এবার দেখার কোন দিকে এগোয় গল্প।