চলে গেলেন অভিনেতা পার্থসারথি দেব। গক এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সপ্তাহখানেক আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শুক্রবার রাত ১১.৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা টেলিভিশনের অন্য়তম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। তাছাড়া টলিউডে শিল্পীদের সংগঠনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন 'আর্টিস্ট ফোরামে'র সহ-সভাপতির পদে ছিলেন পার্থসারথি দেব।
আর্টিস্টস ফোরামের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ২৩ মার্চ দুপুর ১২টায় টেকিনিশিয়ান্স স্টুডিয়ওতে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তাঁর স্বাস্থ্যের পরিস্থিতি যথেষ্ট সঙ্কটজনক বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। এক সপ্তাহ আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। অভিনেতা বাপি দাস নিয়মিত তাঁর চিকিৎসার বিষয়ে দেখভাল করছিলেন।
প্রায় ৪০ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে পার্থসারথি। থিয়েটার-নাটকের জগত থেকে হাতেখড়ি। ছোট পর্দায় কাজ করলেও মঞ্চের প্রতি সেই ভালবাসা কখনও হারাননি। এর পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করেছেন। সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজে' দেখা গিয়েছিল পার্থসারথিকে।