
সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। জি বাংলার নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এনিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান হয়ে, মিলল সে উত্তর। এবার শেষ হতে চলেছে 'ফুলকি'। থেমে যাবে ফুলকি ও রোহিত স্যারের জার্নি।
আগামী ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭ টার স্লটে আসছে নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি'। এখন সেসময় দেখা যায় 'জগদ্ধাত্রী'। প্রথমে প্রশ্ন ছিল, তাহলে কি এবার শেষ হয়ে যাবে অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের এই সিরিয়াল? পরে জানা যায়, প্রতি সপ্তাহেই টিআরপি-তে ভাল স্কোর করা 'জগদ্ধাত্রী', এখনই শেষ হচ্ছে না। ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭.৩০ টার সময় দেখা যাবে এই মেগা। এতদিন ৭.৩০ মিনিটে দেখা যেত আরও এক জনপ্রিয় এবং এক সময়ের টপার 'ফুলকি'। আশঙ্কা ছিল, তাহলে কোপ পড়বে এই ধারাবাহিকের উপর। সেই আশঙ্কাই সত্যি।
সংবাদমাধ্যমকে 'ফুলকি' শেষ হওয়ার সিলমোহর দিয়েছেন খোদ পরিচালক। রাজেন্দ্র প্রসাদ দাস বলেন, 'ফুলকি' শেষ হচ্ছে। তাঁদেরকে সেটাই জানানো হয়েছে। তাই দ্রুত কাজ সারছেন তাঁরা। ২৮ তারিখের ডেডলাইন রয়েছে। তবে প্রয়োজনে এক-দু'দিন বাড়তে পারে। কিছটা মন ভারাক্রান্ত পরিচালকের। তিনি জানান, "যার শুরু আছে, শেষ তো থাকবেই। তবে দর্শকরা যে ভালোবাসা দিয়েছেন সেটাই আসল প্রাপ্তি। মন খারাপ যেমন আছে, তেমনই ফের নতুন কিছু করবার তাগিদও রয়েছে।"
প্রসঙ্গত, ২০২৩ সালের জুন মাস নাগাদ দারুণ জনপ্রিয় মেগা 'মিঠাই' শেষ হয়ে শুরু হয়েছিল 'ফুলকি'। ছোটপর্দার 'গঙ্গারাম' এই মেগায় জুটি বেঁধেছিলেন নবাগতা নায়িকার সঙ্গে। টেলি অভিনেতা অভিষেক বসু এবং দিব্যানি মণ্ডলের জুটি জনপ্রিয়তা পায়। শুরুর কিছু দিনের মধ্যেই রেটিং চার্টে শীর্ষস্থান দখল করে 'ফুলকি'। শুধু তাই নয়, দীর্ঘদিন বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক।