জল্পনাই সত্যি হল। শেষ হচ্ছে জি বাংলার 'নিম ফুলের মধু'। সেই সঙ্গে নতুন মেগার নায়ক রুবেল দাস। এবার পর্দার সৃজন অভিনেত্রী মোহনা মাইতির 'হিরো'। আসলে নতুন মেগা 'তুই আমার হিরো'। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। যা দেখা মাত্রই দারুণ হৈচৈ হয়েছে নেটমাধ্যমে। একেবারে অন্যরকম ফ্লেবারের গল্প আসছে বলেই অনুমান করছেন সকলে।
চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আসা প্রোমোর ক্যাপশনে লেখা, 'এক সাধারণ মেয়ের সাথে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক - তুই আমার হিরো....।' শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকটি নাকি নিয়ে আসছেন 'নিম ফুলের মধু'-র প্রযোজক-পরিচালক শ্রীজিৎ রায়। এছাড়াও থাকবে টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ।
কিছুদিন আগে, নতুন ধারাবাহিকের সেট তৈরি নিয়েই ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়েছিলেন শ্রীজিৎ। এই নিয়ে নানা জলঘোলার পরে, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে, এরপরই সব সমস্যাও মিটেছে। নতুন কাজ শুরু করতে আর কোনও বাধা নেই তাঁর। স্টুডিও পাড়ার খবর, জোরকদমে চলছে নতুন মেগার কাজ। শুধু তাই নয়, মার্চ মাসেই শুরু হবে নতুন ধারাবাহিকের শ্যুটিং এবং সম্প্রচার। যদিও কবে থেকে বা কোন স্লটে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। রেটিং চার্টে স্কোর একটু কম হলেই একেবারে 'ডেঞ্জার জোনে' যাচ্ছে ধারাবাহিকগুলি। মনে করা হচ্ছে, টিআরপি-তে কম স্কোরই 'নিম ফুলের মধু'-তে কোপ পড়ার কারণ।