Advertisement

Sa Re Ga Ma Pa Bangla 2025: নতুন ফরম্যাট আসছে 'সারেগামাপা'-র সিজন ২১! কবে থেকে শুরু- আবিরই সঞ্চালক?

Sa Re Ga Ma Pa Season 21: কয়েক মাসের অপেক্ষার পর আসছে 'সা রে গা মা পা' ২০২৫, সিজন ২১। চ্যানেলের তরফ থেকে প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের উৎসাহ ও কৌতূহল বেড়েছে বহুগুণ। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 12:05 PM IST

'সা রে গা মা পা' (Sa Re Ga Ma Pa)-র জনপ্রিয়তার মাত্রা অন্য রকম। প্রতি সিজনে জি বাংলা খোঁজ করে সেরার সেরা প্রতিভাদের। ২০২৪ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল মাসে 'সা রে গা মা পা' সিজন ২০। কয়েক মাসের অপেক্ষার পর আসছে 'সা রে গা মা পা' ২০২৫, সিজন ২১। চ্যানেলের তরফ থেকে প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের উৎসাহ ও কৌতূহল বেড়েছে বহুগুণ। 

এতদিন প্রশ্ন ছিল কবে থেকে শুরু হবে 'সা রে গা মা পা'। সেই সময়কাল কিছুটা আন্দাজ করা যাচ্ছে সেই সময়। প্রতি বছরই গানের এই শোয়ের প্রোমোতে থাকে চমক। এবারও তার ব্যতিক্রম হল না। প্রকাশ্যে আসা প্রোমোতে যাচ্ছে, মৃৎশিল্পীরা ব্যস্ততার সঙ্গে দেবী দূর্গার প্রতিমা গড়ছেন। চারিদিকে পুজোর আবহ।  ভিডিওটির ক্যাপশনে লেখা 'সাত সুরে হবে মায়ের আগমন, সারেগামাপা আর দুর্গাপুজা বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন! আসছে 'সা রে গা মা পা' অডিশন...।" প্রোমোতে দূর্গাপুজোর আমেজ এবং ক্যাপশন দেখে কারও আর বুঝতে বাকি নেই 'সা রে গা মা পা' শুরু হবে পুজোর আগে।   
 
জানা যাচ্ছে, এবারে একেবারে নতুন মোড়কে আসতে চলেছে 'সা রে গা মা পা'। তবে ফরম্যাটে কী কী পরিবর্তন আসছে, তা এখনই জানাতে রাজি নন নির্মাতারা। তবে ১৪ বছরের ঊর্ধ্বে অংশগ্রহণ করতে পারবে সবাই। আগের সিজনের মতো এবারও কি সঞ্চালকের দায়িত্ব পালন করবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়? এছাড়া বিচারক আসনে কারা বসবেন, সেই সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ১২ জুলাই থেকে শুরু অডিশন পর্ব। প্রথমে বাঁকুড়া জেলা থেকে শুরু হবে সেরাদের বেছে নেওয়ার কাজ।   

 

আরও পড়ুন

প্রসঙ্গত, 'সারেগামাপা' সিজন ২০-র বিজয়ী হয়েছিলেন দেয়াশিনী রায় (সিনিয়র বিজয়ী) ও অতনু মিশ্র (জুনিয়র বিজয়ী)। প্রথম রানার আপ ময়ূরী দারানি (সিনিয়র) ও  সাই শাস্ত্রী এবং ঐশী চক্রবর্তী (জুনিয়র)। ২য় রানার আপ সত্যজিৎ দেব রায় (সিনিয়র) ও অনিক জানা (জুনিয়র)।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement