
সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
২০২৬-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। টলিপাড়াইয় গুঞ্জন, সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। স্টার জলসাতেই নাকি সম্প্রচার হতে পারে এই ধারাবাহিকটি। খবর, ইতিমধ্যেই নাকি প্রোমো শ্যুট হয়ে গেছে। নাম, 'সংসারে সংকীর্তণ'। ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে বড় চমক। টলিপাড়ার খবর, এবার নতুন জুটি পেতে চলেছে দর্শক। শোনা যাচ্ছে, নতুন মেগায় নতুন জুটিকে দেখা যাবে। জুটি বাঁধতে চলেছেন মানালি দে ও সব্যসাচী চৌধুরী।
স্টার জলসার 'বউ কথা কও'-র 'মৌরী' হয়ে বিনোদন দুনিয়ায় পরিচিতি লাভ করেন মানালি দে। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দায় তাঁর শেষ বড় কাজ 'কার কাছে কই মনের কথা'। এই চ্যানেলে তাঁকে শেষ দেখা গিয়েছিল 'ধুলোকণা'-তে। প্রায় দীর্ঘ চার বছর পর জলসার প্রধান মুখ হয়ে ঘরে ফিরছেন তিনি।
অন্যদিকে, 'মহাপীঠ তারাপীঠ'-এ সাধক বামাক্ষাপা রূপে সকলের মন জয় করেছেন সব্যসাচী। এরপর 'রামপ্রসাদ' মেগাতে ফের দর্শকের মনের কাছে পৌঁছেছেন অভিনেতা। মাঝে ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি।
সিনেপাড়ার সূত্র বলছে, এই সিরিয়ালটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামিলিয়া প্রোডাকশন। টিআরপি-তে সেরার সেরা হওয়ার লড়াইতে এবং প্রতিযোগিতার ভিড়েও টিকে থাকতে বাংলা ধারাবাহিকের নানা পরিবর্তন নানা হচ্ছে। সেই সঙ্গে থাকে, ভাল রেজাল্ট না করতে পারলেই, মেগা বন্ধ হয়ে যাওয়ার ভয়। এমনীতে সব্যসাচী ও মানালি, দু'জনেই টেলিপাড়ার অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ। এবার দেখার সব্যসাচী ও মানালির জুটি কতটা পছন্দ করে দর্শক।