Advertisement

'এক মহিলা বলেছিলেন তোমার স্তন বড়', জানালেন সায়ন্তনী ঘোষ

সাধারণত জনমানসে ধারণা রয়েছে মডেল মানেই রোগা পাতলা, লম্বা এবং স্লিম হবে। আমি কোনও দিনই খুব রোগা ছিলাম না। এক মহিলা পাশ থেকে যাওয়ার সময় মন্তব্য করেন, তোমার স্তন বড়। তখন কী করব বা বলব কিছুই বুঝে উঠতে পারিনি।

সায়ন্তনী ঘোষসায়ন্তনী ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2021,
  • अपडेटेड 7:51 AM IST
  • শুধু পুরুষ নয়, মহিলাদের কুমন্তব্যের শিকার হতে হয়েছিল অভিনেত্রী সায়ন্তনী ঘোষকে
  • সম্প্রতি একিট সাক্ষাৎকারে সায়ন্তনী জানান, কুরুচিকর মন্তব্য শুধুমাত্র পুরুষরাই করেন, তা কিন্তু নয়
  • তিনি অতীতে মহিলাদের কুমন্তব্যের শিকার হয়েছিলেন

শুধু পুরুষ নয়, মহিলাদের কুমন্তব্যের শিকার হতে হয়েছিল অভিনেত্রী সায়ন্তনী ঘোষকে। দিন কত আগে সোশাল মাধ্যমে লাইভ চলাকালীন তাঁকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ব্রা-এর সাইজ কত? উত্তরে একেবারে খড়্গহস্ত হয়েছিলেন সায়ন্তনী। তাঁর জবাব সসকলেই সমর্থন করেছিলেন। তার পরই নেট মাধ্যমকেই হাতিয়ার করে লম্বা চওড়া পোস্ট করেন সায়ন্তনী। সে পোস্ট রীতিমতো ভাইরালও হয়। সম্প্রতি একিট সাক্ষাৎকারে সায়ন্তনী জানান, কুরুচিকর মন্তব্য শুধুমাত্র পুরুষরাই করেন, তা কিন্তু নয়। তিনি অতীতে মহিলাদের কুমন্তব্যের শিকার হয়েছিলেন।

সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, 'এটা আমার কেরিয়ারের একেবারে প্রথম দিকের ঘটনা। তখন আমার ১৭-১৮ বছর বয়স। সবে মডেলিং শুরু করেছি। নানা জায়গা থেকে ডাক আসছে। একদিন কলকাতায় একটি মডেল শুটে গিয়েছিলাম। শুটের প্রস্তুতি চলাকালীন একটি চেয়ারে বসে ছিলাম। সাধারণত জনমানসে ধারণা রয়েছে মডেল মানেই রোগা পাতলা, লম্বা এবং স্লিম হবে। আমি কোনও দিনই খুব রোগা ছিলাম না। এক মহিলা পাশ থেকে যাওয়ার সময় মন্তব্য করেন, তোমার স্তন বড়। তখন কী করব বা বলব কিছুই বুঝে উঠতে পারিনি। আমি আগেও দেখেছি শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও অন্য কোনও মহিলার অঙ্গ নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করে থাকেন। এর জন্য বহু মহিলা হীনমন্যতায় ভোগেন। সময় এসেছে এই ধ্যান ধারণা পাল্টানোর।'

 

আরও পড়ুন

তিনি আরও বলেন, 'প্রযুক্তিগত দিক থেকে আমরা বহু যোজন এগিয়ে গেলেও মানসিকতার দিক থেকে এখনও প্রস্তর যুগে পড়ে রয়েছি। এক জন ব্যক্তি কেমন দেখতে, তাঁর দেহের গড়ন কেমন বা কেমন হওয়া উচিত আমরা যদি শুধু এ নিয়ে ভাবি বা জঘন্য মন্তব্য করতে থাকি, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।'

 

Read more!
Advertisement
Advertisement