Advertisement

Shruti Aratrika Harness Act: দোতলা বাড়ি থেকে ঝাঁপ ২ অভিনেত্রীর, ভাইরাল শ্রুতি- আরাত্রিকার হার্নেস অ্যাক্টের ভিডিও

Bengali Serial Video: নিশা ও  উজি এখন টেলিভিশনের দর্শকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এই দুই চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতিকে। প্রোমোতে দেখা যাচ্ছে পুলিশের হাত থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ মেরেছেন দুই অভিনেত্রী।

শ্রুতি দাস- আরাত্রিকা মাইতি শ্রুতি দাস- আরাত্রিকা মাইতি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 3:12 PM IST

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে জি বাংলার 'জোয়ার ভাঁটা'-র। বিপরীত মেরুর দুই বোনের গল্প এবার ফুটে উঠবে ছোট পর্দায়। এই খবর এখন প্রায় সকলেরই জানা। 

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে 'জোয়ার ভাঁটা'-র প্রোমো। নিশা ও  উজি এখন টেলিভিশনের দর্শকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এই দুই চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতিকে। প্রোমোতে দেখা যাচ্ছে পুলিশের হাত থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ মেরেছেন দুই অভিনেত্রী। রয়েছে মারপিট, আর ফিটনেসের কাজ। কীভাবে বিপজ্জনক হার্নেস অ্যাক্ট করলেন? সেই ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রুতি- আরাত্রিকা। 

 

আরও পড়ুন

 

প্রোমো শ্যুটের দিন অত্যন্ত অসুস্থ ছিলেন শ্রুতি দাস। নতুন কাজ নিয়ে আবেগপ্রবণ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, "আমার প্রথম হার্নেস অ্যাক্ট। এক সপ্তাহের উপর ভাইরাল ফিভার, অসম্ভব কাশি, মাথা ঘোরা, ১০০০ পাওয়ারের ওষুধ, দুর্বলতা, শ্যুটিংয়ের দু'দিন আগে ১০৩-১০৪ জ্বরের পর ভাবিনি এই কাজটা করা সম্ভব হবে। আমার পরিবার আর আমার ইউনিট মেম্বাররা যেভাবে আমার পাশে থেকে মনের জোর দিয়েছেন, তার জন্যই বোধ হয় এটা সম্ভব হয়েছে। প্রোমো অন এয়ার হওয়ার পর থেকে নিশাকে মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছেন। আশা করব সারা সিরিয়াল জুড়ে এই ভালোবাসা অটুট থাকবে। আপনারা পাশে থাকলে ঈশ্বর আমাকে আরও শক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আমার বিশ্বাস।" 

 

অন্যদিকে আরাত্রিকাও হার্নেস অ্যাক্টের একটি ভিডিও শেয়ার করেছেন। ধন্যবাদ জানিয়েছেন ধারাবাহিকের পরিচালক রাজা চন্দকে। কমেন্ট বক্সে অনুগামী থেকে শুরু করে অন্যান্য নেটিজেনরা প্রশংসা- ভালোবাসায় ভরিয়েছেন।  

  

   
প্রসঙ্গত, সমাজের একই পটভূমিকায় থাকা দুই বোনের জীবন দর্শনের পার্থক্যের কথা তুলে ধরা হবে 'জোয়ার ভাঁটা'-র গল্পে। দিদি নিশা ও বোন উজি । দু'জনের বেড়ে ওঠা কষ্টের হলেও, নিশা চায় তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকুক কোটি টাকা। সেটা যেমন ভাবেই উপার্জিত হোক না কেন। অন্যদিকে উজি চায় সৎপথে শিক্ষিত হয়ে সমাজের একজন হয়ে উঠতে। 

Advertisement

গরীব- বিত্তশালীর মধ্যে চিরকালীন দ্বন্দ্ব দেখতে দেখতে নিশার শিশু মন ছেলেবেলা থেকেই তাদের ঘৃণা করতে শিখিয়েছে। কিন্তু তার এই ভাবনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় উজি। দিদির অন্ধকার পৃথিবীতে আলোর সন্ধান দিতে চায় সে। উজি বিশ্বাস করে মেহনতি মানুষের একমাত্র অস্ত্র সততা । দুই বোনের এই নীতিগত পার্থক্য কেমন প্রভাব ফেলবে তাদের আগামীতে? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই।

 

Read more!
Advertisement
Advertisement