Advertisement

Sohini- Kallol Marriage Problems: টলিপাড়ায় আরও এক জুটির দাম্পত্যে চিড়, বিয়ে ভাঙছে সোহিনী- কল্লোলের?

Tollywood Gossips: যিশু- নীলাঞ্জনা, অর্জুন- সৃজা, ঋষি -দেবযানীর সম্পর্কে ফাটল ধরার খবর এখন সবার জানা। এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, আরও এক তারকার বিচ্ছেদের কথা। এবার বিচ্ছেদের পথে টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায় ও তাঁর স্বামী কল্লোল চৌধুরী?  

সোহিনী গুহ রায়- কল্লোল চৌধুরী সোহিনী গুহ রায়- কল্লোল চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2024,
  • अपडेटेड 5:53 PM IST

টলি বা টেলিপাড়ায় যেমন সম্পর্ক ভাঙে, তেমন নতুন সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জনও শোনা যায়। স্টুডিও পাড়ায় যেন চলছে বিয়ে ভাঙার মরসুম। যিশু- নীলাঞ্জনা, অর্জুন- সৃজা, ঋষি -দেবযানীর সম্পর্কে ফাটল ধরার খবর এখন সবার জানা। এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, আরও এক তারকার বিচ্ছেদের কথা। এবার বিচ্ছেদের পথে টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায় ও তাঁর স্বামী কল্লোল চৌধুরী?  

ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ সোহিনী গুহ রায়। সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মারলে প্রায়ই দেখা যেত সোহিনী- কল্লোলের নানা আবেগমাখা মুহূর্ত। কিন্তু হঠাৎই নেটমাধ্যম থেকে অদৃশ্য হয় দু'জনের ছবি, ভিডিও। নিজেদের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন অভিনেত্রী। বছরখানেক আগে এরকমই খবর শোনা যায়। দূরত্ব বাড়ে দু'জনের মধ্যে। তবে ফের দু'পক্ষের অভিমানের বরফ গলে, দূরত্ব মিটে যায়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় জুটির একসঙ্গে নানা ছবি। ঘুরতে যাওয়া থেকে সিনেমা দেখা, নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোহিনী ও কল্লোল। এই খবরে দারুণ খুশি হয়েছিলেন অভিনেত্রীর ফ্যানেরা।   

তবে এবার ফের দুঃসংবাদ তাদের জন্য। শোনা যাচ্ছে, সংসারে চিড় ধরেছে সোহিনী- কল্লোল। এমনকী একে অপরকে ইনস্টাগ্রামে আনফলোও করেছেন। প্রশ্ন উঠছে এবার কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন জুটি? সে প্রসঙ্গে দু'জনের কেউই এখনও খোলামেলা কথা বলেননি।  

আরও পড়ুন

২০২১ সালের ২ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন সোহিনী ও কল্লোল। গায়ে হলুদ, বিয়ে সবেতেই উপস্থিত ছিলেন একাধিক টেলি তারকারা। সোহিনীর স্বামীর সঙ্গে বিনোদন জগতের কোনও যোগ নেই। তিনি পেশায় ব্যবসায়ী। 

প্রসঙ্গত, 'গঙ্গারাম' ধারাবাহিকে টায়রার চরিত্রে দর্শকদের মনের যথেষ্ট কাছে পৌঁছেছিলেন সোহিনী গুহ রায়। রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা', 'সাদা রঙের পৃথিবী'-তে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement