Advertisement

Solanki Roy: 'গাঁটছড়া'-র পর লম্বা বিরতি, ফের মেগাতে ফিরছেন শোলাঙ্কি! নায়ক কে?

Solanki Roy: বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি-র কাজে। মাঝে বি-টাউনে কাজ করার চেষ্টা করছিলেন। তবে বেশ কিছুদিন ধরে টিনসেল টাউনে শোনা যাচ্ছে নতুন খবর।

শোলাঙ্কি রায় (ছবি: ফেসবুক)শোলাঙ্কি রায় (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 12:38 PM IST

অভিনেত্রী শোলাঙ্কি রায় টেলিভিশনের জনপ্রিয় মুখ। শেষ 'গাঁটছড়া' ধারাবাহিকে খড়ি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি-র কাজে। মাঝে বি-টাউনে কাজ করার চেষ্টা করছিলেন। তবে বেশ কিছুদিন ধরে টিনসেল টাউনে শোনা যাচ্ছে নতুন খবর। স্টুডিওপাড়ার গুঞ্জন, ফের মেগা সিরিয়ালে ফিরছেন শোলাঙ্কি। 

'গাঁটছড়া' ধারাবাহিক থেকে মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন শোলাঙ্কি। টলিপাড়ার সূত্র বলছে,  সব ঠিক থাকলে শারদীয়ার পর স্টার জলসার নতুন ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় কামব্যাক হবে তাঁর। যদিও এপ্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেত্রী এখনই মুখ খুলতে নারাজ। তবে প্রযোজক স্নিগ্ধা বসু এই নিয়ে মুখ খুলেছেন। সংবাদমাধ্যমের কাছে তিনি নিশ্চিত করেছেন খবরটি। 

স্নিগ্ধারই জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'-তে জুটিতে দেখা গিয়েছিল শোলাঙ্কি ও গৌরব চট্টোপাধ্যায়। এই মেগা দারুণ সফল হয়। জানা যাচ্ছে, সেই জুটিকেই ফেরাচ্ছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার। সংবাদমাধ্যমকে স্নিগ্ধা জানিয়েছেন, "অনেক দিন ধরে চ্যানেল কর্তৃপক্ষ শোলাঙ্কি- গৌরবকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছিলেন। 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথম জুটি বেঁধেই জনপ্রিয় ওঁরা।"  প্রযোজক আরও জানান, এ বার দুই বোনের গল্প দেখাবেন তিনি। তাদের মধ্যে একজন শোলাঙ্কি। 

গত বছর মেগাতে ফেরা প্রসঙ্গে, আজতক বাংলাকে শোলাঙ্কি রায় বলেছিলেন, "এই মুহূর্তে টেলিভিশনে ফেরার ইচ্ছে নেই। আপাতত ছবি ও ওয়েব শোতে মনোযোগ দিতে চাই। যদি কখনও পরে মনে হয়, ভেবে দেখব।" সেই সময় অভিনেত্রী আরও বলেন, "আমি ছোটপর্দায় কাজ করতে চেয়েছিলাম বলেই ১০ বছর কাজ করতে পেরেছি। এই মাধ্যমটা আমার কাছে কমফর্ট জোন। টেলিভিশনে কাজ মানে আমার কাছে বাড়ি মনে হয়। আমার কেরিয়ার শুরু হয়েছে টেলিভিশন থেকেই। কিন্তু একটা সময়ের পরে, অভিনেতা হিসাবে আরও বিভিন্ন মাধ্যম এক্সফ্লোর করতে ইচ্ছে করে।" 

প্রসঙ্গত, 'গাঁটছড়া' ছাড়াও এর আগে 'ইচ্ছে নদী', 'প্রথমা কাদম্বিনী', 'ফাগুন বউ'-র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন শোলাঙ্কি রায়। এছাড়াও 'বাবা বেবি ও' ও 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে সকলের মন করেছেন শোলাঙ্কি রায়। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement