Advertisement

Srijla Guha Bold Photo: টেলি নায়িকার বোল্ড অবতারে বুঁদ নেটপাড়া! বিকিনি, বিচওয়্যারে নজর কাড়ছেন সৃজলা

Television Actress: ধারাবাহিক শেষ হওয়ার পর, মন খারাপ হয় অনুরাগীদের। যদিও ছোট পর্দায় নিয়মিত তাঁকে দেখা না গেলেও, অন্যান্য মাধ্যমে প্রায়ই ধরা দিচ্ছেন তিনি।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jan 2025,
  • अपडेटेड 12:34 PM IST

টেলিভিশনের জনপ্রিয় মুখ সৃজলা গুহ। 'মন ফাগুন'-র পিহু চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হওয়ার পর, মন খারাপ হয় অনুরাগীদের। যদিও ছোট পর্দায় নিয়মিত তাঁকে দেখা না গেলেও, অন্যান্য মাধ্যমে প্রায়ই ধরা দিচ্ছেন তিনি। নাচের রিয়্যালিটি শোতে অতিথি বিচারক হয়ে,  মিউজিক ভিডিওতে কিংবা ধারাবাহিকের বিশেষ কিছু পর্বে তাঁকে এর আগে দেখা গিয়েছে। সম্প্রতি ওয়েব মাধ্যমেও পা রাখতে চলেছেন তিনি। এদিকে নেটপাড়া মজেছে টেলি নায়িকার লাস্যময়ী অবতারে।  
 
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন সৃজলা গুহ। জীবনের নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, প্রায়শই তিন শেয়ার করেন ফটোশ্যুটের ঝলক। বর্ষশেষ ও জন্মদিন উদযাপনে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। থাইল্যান্ডে ভ্যাকেশনের নানা ছবি- ভিডিওতে ভরেছে তাঁর সোশ্যাল পেজ। সৃজলার বোল্ড ছবিতে বুঁদ বহু নেটিজেন। 

 

 

আরও পড়ুন

থাইল্যান্ডে কখনও কালো বিচওয়্যার, তো কখনও গেরুয়া বিকিনিতে নেটমাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন সৃজলা গুহ। নো-মেকআপ লুকে তিনি দারুণ ফ্যাশন গোলস সেট করে, নজর কাড়ছেন সকলের। যদিও এর আগেও সৃজলা বহুবার শেয়ার করেছেন বোল্ড ছবি। যা দেখে বহু নেটিজেন তাঁর কমেন্ট বক্স ভরিয়েছেন উষ্ণ ভালোবাসায়। 

 

 

প্রসঙ্গত, টেলি অভিনেতা রোহন ভট্টাচার্যর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সৃজলা। তবে 'মন ফাগুন' চলাকালীনই তাঁদের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ভাঙন ধরে। এরপর টেলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, সহ-অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি রোহনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। যদিও এবিষয়টি এখনও পর্যন্ত তিনজনের কেউই নিশ্চিত করেননি। 

 

Read more!
Advertisement
Advertisement