Advertisement

Sweta Rubel Honemoon: চরম ব্যস্ত রুবেল! আক্ষেপের সুর শ্বেতার গলায়, কী ঘটেছে?

Tollywood Couple: প্রায় সাড়ে তিন মাস হল শ্বেতার মেগা 'কোন গোপনে মন ভেসেছে' শেষ হয়েছে। ছুটির মেজাজে রয়েছেন অভিনেত্রী। যদিও রুবেল চরম ব্যস্ত 'তুই আমার হিরো' ধারাবাহিকের শ্যুটিং নিয়ে।

শ্বেতা ও রুবেলশ্বেতা ও রুবেল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 2:17 PM IST

২০২৫-জানুয়ারি মাসে সানাই বেজেছিল দুই টলি তারকার বাড়িতে। চার হাত এক হয়েছিল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। চুটিয়ে সংসার করছেন তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দাম্পত্য জীবনের খুঁটিনাটি  সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।

প্রায় সাড়ে তিন মাস হল শ্বেতার মেগা 'কোন গোপনে মন ভেসেছে' শেষ হয়েছে। ছুটির মেজাজে রয়েছেন অভিনেত্রী। যদিও রুবেল চরম ব্যস্ত 'তুই আমার হিরো' ধারাবাহিকের শ্যুটিং নিয়ে। সেই ঝলক মেলে শ্বেতার ভ্লগ থেকে। মাঝে মধ্যেই মধ্য রাতে শ্যুটিং থেকে ফেরেন অভিনেতা। 

টেলি অভিনেতাদের ছুটি পাওয়া খুব মুশকিল। বিশেষত যারা মুখ্য চরিত্রে কাজ করেন, তাঁদের খুব বড় সমস্যা না হলে, ছুটি মঞ্জুর করতে যথেষ্ট বেগ পেতে হয়। রুবেলের ক্ষেত্রেও এখন বিষয়টা ঠিক সেরকমই। নিজে ছুটিতে থাকলে, রুবেলের ছুটি নেই। তাই কিছুটা মন খারাপ শ্বেতার। অভিনেত্রীর ভ্লগে দেখা যায়, রাত জেগে বরের ফেরার অপেক্ষা করেন তিনি। আবার কখনও কাজে বেরনোর আগে রুবেলকে খাইয়েও দেন। 

২০২৫-র ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস।  সামনেই বিবাহবার্ষিকী। তবে এখনও হানিমুনে যেতে পারেননি তারকা জুটি। ফলে কিছুটা আক্ষেপ রয়েছে মনে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে মনের কথা উজার করে শ্বেতা বলেন, "বিয়ের প্রায় এক বছর হতে চলল, এখনও আমরা মধুচন্দ্রিমায় যেতে পারিনি। রুবেলের শ্যুটিংয়ের খুব চাপ যাচ্ছে। এই একটাই এখন দুঃখ যে, আমি এখন ছুটি পেয়েছি। কিন্তু ওর ছুটি নেই। না হলে অন্য কিছু পরিকল্পনা করতে পারতাম। ও যদিও রবিবার করে ছুটি নেয়। কিন্তু এখন তো শ্যুটিংয়ের চাপে রবিবারও ছুটি পাচ্ছে না রুবেল। তাই ওই জন্যই মন খারাপ। ও যদি ছুটি পেত তা হলে আরও উপভোগ করতে পারতাম।" 

Advertisement

কবে কাজে ফিরবেন 'কোন গোপনে মন ভেসেছে'-র শ্যামলী? অভিনেত্রী বলেন, "আমি চাই, শ্যামলীকে আরও একটু ভুলে যাক সবাই। ওই সময়টুকু দেওয়া দরকার। বেশ কিছু সুযোগ এসেছিল আমার কাছে। কিন্তু এখনই কিছু শুরু করতে চাই না। নিজেকে বেশ কিছু দিন সময় দিতে চাইছি।" 

প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'যমুনা ঢাকি' ধারাবাহিক থেকেই তাঁর সঙ্গে রুবেলের সম্পর্কের সূত্রপাত। এই ধারাবাহিকের আগেও তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 'সিঁদুরখেলা','জড়োয়ার ঝুমকো'-র মতো একাধিক ধারাবাহিকে। এরপর 'প্রজাপতি'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন তিনি। শ্বেতাকে শেষ দেখা যায় 'কোন গোপনে মন ভেসেছে' মেগাতে। 

অন্যদিকে রুবেল বর্তমানে কাজ করছেন 'কোন গোপনে মন ভেসেছে'। এর আগে 'নিম ফুলের মধু'-তে সৃজন চরিত্রে সকলের মন জয় করেছেন। 'যমুনা ঢাকি'-র আগে 'ভানুমতির খেল', 'বাঘ বন্দির খেলা'-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল। 
 

Read more!
Advertisement
Advertisement