Advertisement

'নাট্টু কাকা'র শেষকৃত্যে চোখে জল জেঠালাল-ববিতার

এর আগে কেমোথেরাপি নিয়েই শুটিংয়ে ফিরেছিলেন তিনি। কেমোথেরাপি প্রসঙ্গে তাঁর ছেলে বিকাশ সে সময় জানিয়েছিলেন, আপাতত তাঁর দেহে বিশেষ কোনও সমস্যা নেই। প্রতি মাসে একবার করে কেমো নিতে হচ্ছে তাঁকে। গত বছর ঘাড়ে আটটি লাম্প পাওয়া যায় বর্ষীয়ান ওই অভিনেতার। জানা যায় প্রত্যেকটিই ক্যানসারাস। সেই মতো চিকিৎসাও শুরু হয়।

ঘনশ্যাম নায়ক ওরফে নাট্টু কাকা
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 04 Oct 2021,
  • अपडेटेड 4:01 PM IST
  • দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘নাট্টু কাকা’।
  • গত দু-তিন মাস ধরেই শরীরে ছিল অসহ্য ব্যথা।
  • তাঁর শেষকৃত্যে ধারাবাহিকের প্রত্যেকে উপস্থিত ছিলেন।

প্রয়াত হিন্দি টেলিভিশন তথা বলিউডের প্রবীণ অভিনেতা ঘনশ্যাম নায়ক (Ghanshyam Nayak)। যাঁকে গত বেশ কয়েক বছর ধরে মানুষ নাট্টু কাকা হিসাবেই বেশি চিনতেন। জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কি উল্টা চশমা’তে (TMKOC) ওই নামেই পরিচিত ছিলেন তিনি। তাঁর শেষের দিনগুলি কেমন কেটেছে তা নিয়েই এক সংবাদমাধ্যমে স্মৃতিচারণ করলেন ওই ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা তন্ময় ভেকারিয়া (Tanmay Vekaria) ওরফে বাঘা।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘নাট্টু কাকা’। গত দু-তিন মাস ধরেই শরীরে ছিল অসহ্য ব্যথা। তন্ময় বলেন, “এখন উনি অনেক ভাল জায়গায় আছেন। ওঁর ছেলের সঙ্গে কথা হতো। তিনি জানিয়েছিলেন ওঁর সারা দেহে ভীষণ ব্যথা ছিল, কথা বলতে, গিলতে, এমনকি জল খেতেও পারতেন না তিনি।” তাঁর শেষকৃত্যে ধারাবাহিকের প্রত্যেকে উপস্থিত ছিলেন। এত বছর ধরে চূড়ান্ত আনন্দ দিয়ে শেষ সময়ে সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন নাট্টু কাকা।

 

এর আগে কেমোথেরাপি নিয়েই শুটিংয়ে ফিরেছিলেন তিনি। কেমোথেরাপি প্রসঙ্গে তাঁর ছেলে বিকাশ সে সময় জানিয়েছিলেন, আপাতত তাঁর দেহে বিশেষ কোনও সমস্যা নেই। প্রতি মাসে একবার করে কেমো নিতে হচ্ছে তাঁকে। গত বছর ঘাড়ে আটটি লাম্প পাওয়া যায় বর্ষীয়ান ওই অভিনেতার। জানা যায় প্রত্যেকটিই ক্যানসারাস। সেই মতো চিকিৎসাও শুরু হয়। এ বছর আবারও ঘাড়ে ‘লাম্প’ দেখা যায় তাঁর। হয় অস্ত্রোপচার। হয় কেমোথেরাপিও। অভিনেতাও কাজে ফিরে ছিলেন উচ্ছ্বসিত।

 

এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমি ভাল আছি। আবার চিকিৎসা শুরু করতে হল এই যা। চার মাস পরে দমনে তারক মেহতার জন্য শুট করলাম আমি। বিশ্বাস করুন, দারুণ মজা করেছি।” সেই মজা চিরস্থায়ী হল না। চলে গেলেন ‘নাট্টু কাকা’।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement