Advertisement

Rajdeep Gupta: চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন রাজদীপ? সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

বছরের শুরু থেকেই টেলিভিশনের একাধিক তারকাদের বিয়ের সানাই বাজার খবর পাওয়া যাচ্ছিল। অভিনেত্রী রুশা চট্টোপাধ্য়ায়,রূপসা চট্টোপাধ্য়ায়, সুদীপ্তা চক্রবর্তী একে একে সকলেই বিয়ে করে নিলেন। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা রাজদীপ গুপ্ত। তবে এই বিয়ের খবর কিন্তু কেউই জানেন না।

রাজদীপ গুপ্তা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামরাজদীপ গুপ্তা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2023,
  • अपडेटेड 6:34 PM IST
  • বছরের শুরু থেকেই টেলিভিশনের একাধিক তারকাদের বিয়ের সানাই বাজার খবর পাওয়া যাচ্ছিল।
  • অভিনেত্রী রুশা চট্টোপাধ্য়ায়,রূপসা চট্টোপাধ্য়ায়, সুদীপ্তা চক্রবর্তী একে একে সকলেই বিয়ে করে নিলেন।
  • এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা রাজদীপ গুপ্ত। তবে এই বিয়ের খবর কিন্তু কেউই জানেন না।

বছরের শুরু থেকেই টেলিভিশনের একাধিক তারকাদের বিয়ের সানাই বাজার খবর পাওয়া যাচ্ছিল। অভিনেত্রী রুশা চট্টোপাধ্য়ায়,রূপসা চট্টোপাধ্য়ায়, সুদীপ্তা চক্রবর্তী একে একে সকলেই বিয়ে করে নিলেন। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা রাজদীপ গুপ্ত। তবে এই বিয়ের খবর কিন্তু কেউই জানেন না।

বিয়ের পোশাকে রাজদীপ
'ওগো বধূ সুন্দরী' খ্যাত ঈশান ওরফে রাজদীপ বর্তমানে 'পঞ্চমী' সিরিয়ালে অভিনয় করছেন। সেই সঙ্গে রাজদীপ বাংলা ওয়েব সিরিজে দারুণ পরিচিত এক মুখও বটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে বিয়ের পোশাকে দেখা গিয়েছে। তাঁকে এই বেশে দেখে তো মাথায় হাত পড়েছে ভক্তদের। কবে, কাকে বিয়ে করলেন রাজদীপ? 

আরও পড়ুন

চুপি চুপি বিয়ে সেরে নিলেন নাকি
চুপি চুপি বিয়ে করে নিলেন নাকি বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতা? আসলে না, বাস্তবে রাজদীপ বিয়ের পিঁড়িতে বসেছেন তেমন কিন্তু নয়। বর্তমানে ‘পঞ্চমী’ সিরিয়ালে বিয়ের মরসুম চলছে। কালনাগিনীর সঙ্গে বিয়ে করছেন রাজদীপ। অনুমান করা হচ্ছে শুটিং সেট থেকেই এই ছবি দুটি তোলা হয়েছিল। সেই দুটো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা।

 

ছবি দেখেই চমকে গিয়েছেন ভক্তরা
যে ছবি দুটি তিনি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তসরের ধুতি এবং পাঞ্জাবি পরে রয়েছেন তিনি। তাঁর গলায় রয়েছে রজনীগন্ধা ও গোলাপের মালা। মাথায় টোপর, পায়ে চপ্পল। এভাবে বরবেশে একটা হাতে টানা রিকশার উপর বসে হাসি হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রাজদীপ। তাকে দেখে তো প্রথমটায় চমকে গিয়েছিলেন ভক্তরা। এই দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “ওই আর কি।” ব্যাপারটা বুঝতে পেরে কমেন্ট বক্সে মজার মজার কমেন্ট করছেন তাঁর ভক্তরা। কেউ লিখছেন, “বিয়েটা সেরেই ফেল এবার।” কেউ মন্তব্য করছেন, “ওমা! মাকে পাঠাচ্ছি এটা।” এক মহিলা অনুরাগী মজা করে লিখলেন, “কখন আসবে আমি তো রেডি।”

Advertisement

পঞ্চমী সিরিয়ালে অভিনয় করছেন রাজদীপ
রাজদীপ আপাতত কিঞ্জল হয়ে 'পঞ্চমী' সিরিয়ালে সুস্মিতা দেকে পর্দায় বিয়ে করেছেন একবার। বর্তমানে তিনি কালনাগিনীর সঙ্গে আবার বিয়ের পিঁড়িতে বসছেন। এই কালনাগিনী তাকে প্রাণে মারার জন্য বিয়ে করছে। অথচ পরিবারের সকলে তাকেই কিঞ্জলের রক্ষাকবচ ভেবে তার উপর বিশ্বাস করছে। সিরিয়ালটিতে এখন যেমন টানটান উত্তেজনায় চলছে তাতে দর্শকরা নজর ফেরাতেই পারছেন না।
 

Read more!
Advertisement
Advertisement