টলি কিংবা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে এই মুহূর্তে শোনা যাচ্ছে নতুন খবর। স্টুডিয়ো পাড়ায় বেশ কিছুদিন ধরেই ফিসফাস, জীবনের প্রেমের রং লেগেছে তাঁদের। কথা হচ্ছে রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায়কে নিয়ে। জল্পনা শুরু হয়, দুই টেলি তারকার কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর। যা দেখে, নেটিজেনদের প্রশ্ন, প্রেম করছেন দু'জনে?
এবার শেষমেশ সেই জল্পনার অবসান হয়েছে। প্রেম করছেন তন্বী- রাজদীপ। গণেশ চতুর্থীর দিন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। দু'জনের পরনে রয়েছে ট্রাডিশনাল পোশাক। শুভ দিনে সম্পর্কে সিলমোহর দিলেন জুটি। সাংবাদমাধ্যমের কাছে নিজেদের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন নায়িকা। তিনি জানান, 'বাক্স বদল' ধারাবাহিকে অভিনয় করার সময় থেকে আলাপ ছিল দু'জনের। তবে প্রেম ছিল না। সেসময় বন্ধুত্ব থাকলেও, প্রেমিক হিসাবে রাজদীপকে মোটেই পছন্দ করতেন না তন্বী। তবু যোগাযোগ ছিল দু'জনের।
২০২৩-র শেষের দিকে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাজদীপের মা। অন্যদিকে চলতি বছরের শুরুতে হঠাৎ মৃত্যু হয় তন্বীর মায়েরও। উভয়ের জীবনেই মায়ের প্রভাব ছিল। দু'জনেই তাঁদের মায়ের প্রয়াণে ভেঙে পড়েছিলেন। এই শূন্যতাই তাঁদের দু'জনেকে মানসিক দিক থেকে কাছাকাছি আনে। ক্রমে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন তাঁরা। সেখান থেকে প্রথমে ভাল লাগা এবং এরপর ধীরে ধীরে তা পরিণত হয় ভালোবাসায়। তবে এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না জুটি। এই মুহূর্তে দু'জনেই কেরিয়ারে ফোকাস করতে চান।
তন্বী- রাজদীপের প্রেমের গুঞ্জন শুরু হয় অভিনেত্রীর জন্মদিনের সময় থেকে। গত ২৭ জুলাই তন্বীর জন্মদিন। অভিনেত্রীকে অনেকেই বিশেষ দিনে শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে নজর কাড়ে, রাজদীপের শুভেচ্ছাবার্তা। অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকটি আদুরে ছবি শেয়ার করেন রাজদীপ। কোনওটিতে টেলি নায়িকার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁরা, পিছন থেকে রাজদীপের কোমরে জড়িয়ে রেখেছেন তন্বী। আবার কোনওটিতে দু'জনে সুন্দর মুহূর্তে চায়ের কাপে চুমুক দিচ্ছেন একসঙ্গে।
লেন্সবন্দী হওয়া আদরমাখা এই ছবিগুলির সঙ্গে ক্যাপশনে রাজদীপ লেখেন, "আচ্ছা ঠিক আছে। আজকের দিনটি তোমার...আগামীকাল এবং পরের দিনও তোমার... তোমার জন্য ভালোবাসা, আনন্দ এবং হাসিমুখে ভরা একটি দিন কামনা করছি। শুভ আজ এবং রোজ… শুভ জন্মদিন এইচএস।" বার্থডে গার্লকে 'এইচএস' বলে সম্বোধন করেছেন অভিনেতা। উত্তরে তন্বী রাজদীপকেও একই নামে সম্বোধন করে লিখেছেন, "এবং আমি হাসলাম...।"
বছর সাতেক আগে জি বাংলার ধারাবাহিক 'বাক্সবন্দি'-তে একসঙ্গে অভিনয় করছেন রাজদীপ ও তন্বী। এই মেগাতে রণ ও সিথি চরিত্রে দেখা গিয়েছে তাঁদের। রাজদীপ এই মুহূর্তে ব্যস্ত 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিক নিয়ে। অন্যদিকে কিছুদিন আগে মাকে হারিয়েছেন তন্বী। 'মিঠাই'-শেষ হওয়ার পর বেশ কিছু মাস তাঁকে পর্দায় দেখা যায়নি। তবে সম্প্রতি মিমি চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়ের ছবি 'আলাপ'-এ অভিনয় করেছেন তন্বী।
প্রসঙ্গত, রাজদীপ গুপ্তর সঙ্গে কিছুদিন আগে অবধি গুঞ্জন ছিল টেলি নায়িকা জেসমিন রায়ের সম্পর্কের। অন্যদিকে ত্বনীর সঙ্গে প্রেম ছিল কোরিওগ্রাফার স্যান্ডির। তবে বর্তমানে 'প্রাক্তন' দুই জুটির ইনস্টা পেজে কোনও একসঙ্গে ছবি নেই। এমনকী তন্বীর জন্মদিনে সোশ্যাল পেজে কোনও পোস্ট করেননি স্যান্ডি। এসব থেকেই দুয়ে-দুয়ে- চার করেছেন নেটিজেনরা।