Advertisement

Shaheb Susmita Relationship: 'তোর নিরাপদ আশ্রয় হয়ে থাকব...,' সুস্মিতার সঙ্গে প্রেমে সিলমোহর সাহেবের?

Relationship Gossips: স্টুডিওপাড়ার অন্দরের শত চর্চা থাকলেও, নিজেদের প্রেমে এখনও সিলমোহর দেননি। উল্টে গালভর্তি লাজুক হাসিতে নিজেদের 'ভাল বন্ধু' তকমাই দেন দু'জনে। 

সুস্মিতা, সাহেব (ছবি: ইনস্টাগ্রাম)  সুস্মিতা, সাহেব (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 3:32 PM IST

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খবর। স্টুডিও পাড়ায় ফিসফাস, জীবনের প্রেমের রং রয়েছে তাঁদের। কথা হচ্ছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই একসঙ্গে আদুরে ছবি শেয়ার করেন দুই তারকা। যা দেখে, নেটিজেনদের প্রশ্ন, প্রেম করছেন দু'জনে?

'কথা' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন সাহেব- সুস্মিতা। তবে প্রথম মেগাতেই তাঁদের জুটি একেবারে সুপারহিট। পর্দায় অগ্নিভ অর্থাৎ এভি এবং কথাকলি অর্থাৎ কথার রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারে না দর্শক। জুটির অনস্ক্রিন রসায়ন, অনেকটাই দেখা যায় অফস্ক্রিনেও। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। স্টুডিওপাড়ার অন্দরের শত চর্চা থাকলেও, নিজেদের প্রেমে এখনও সিলমোহর দেননি। উল্টে গালভর্তি লাজুক হাসিতে নিজেদের 'ভাল বন্ধু' তকমাই দেন দু'জনে। 

ফিল্মি পার্টি হোক কিংবা অ্যাওয়াডর্স নাইট, এমনকী যে কোনও উৎসবে আজকাল একসঙ্গেই দেখা যায় তাঁদের। এবার চর্চিত 'প্রেমিকা'র জন্মদিনে, নেটিজেনদের সাক্ষী রেখেই মনের কথা বললেন সাহেব। যা দেখে জুটির অনুগামীরা আনন্দে আটখানা।  দু'জনের একটি ছবি শেয়ার করে সাহেব লেখেন, "যাত্রাটা হয়তো দীর্ঘ হবে, কিন্তু তোর সঙ্গে থাকলে তা সার্থক! শুভ জন্মদিন সুস্মিতা। আমি তোর অবলম্বন, তোর পার্টনার ইন ক্রাইম, তোর নিরাপদ আশ্রয় হয়ে থাকব। সব 'বিরক্ত করা'র দায়িত্ব আমি নেব, তুই শুধু হাসতে থাক; এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"    

আরও পড়ুন

সাহেবের এই কমেন্টের পাল্টা উত্তর দিয়েছেন বার্থডে গার্ল সুস্মিতাও। তিনি লিখেছেন, "তুমি পাশে থাকলে, দীর্ঘতম পথও বাড়ির মতো মনে হয়...।"   

 

প্রসঙ্গত, সাহেব- সুস্মিতার প্রেম গুঞ্জন শুরু হয়, নায়িকার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে। অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই দেখা যেত দু'জনের আদরমাখা নানা মুহূর্ত। শোনা যায়, একটি রিয়্যালিটি শো থেকেই তাঁদের আলাপ। এরপর বন্ধুত্ব এবং পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। যৌথভাবে ফ্ল্যাটও কিনেছিলেন তাঁরা। এমনকী শীঘ্রই বিয়ে করার কথা ছিল অনির্বাণ ও সুস্মিতার। তবে হঠাৎই তাঁদের সম্পর্কে ফাটল ধরে বিচ্ছেদ হয়ে যায়। এখন দেখার কবে সম্পর্কে সিলমোহর দেন সাহেব- সুস্মিতা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement