Advertisement

Reality Show Vs Mega serial: টিভিতে রিয়্যালিটি শোয়ের রমরমা, মেগা সিরিয়ালের TRP-তে কতটা প্রভাব পড়ছে?

Hindi Television News: শাশুড়ি- বৌমার মেগা সিরিয়ালকে জোর টেক্কা দিচ্ছে রিয়্যালিটি শো। হিন্দি টেলিভিশনে একই সঙ্গে চলছে একগুচ্ছ নন- ফিকশন শো। টিআরপি-তে কার পাল্লা কতটা ভারী?   

রূপালি, সলমন, অমিতাভ, স্মৃতি   রূপালি, সলমন, অমিতাভ, স্মৃতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 8:07 PM IST

ধারাবাহিকের পাশাপাশি ছোট পর্দায় রিয়্যালিটি শো রমরমিয়ে চলছে। শাশুড়ি- বৌমার মেগা সিরিয়ালকে জোর টেক্কা দিচ্ছে রিয়্যালিটি শো। হিন্দি টেলিভিশনে একই সঙ্গে চলছে একগুচ্ছ নন- ফিকশন শো। টিআরপি-তে কার পাল্লা কতটা ভারী?   

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'বিগ বস'-র নতুন সিজন শুরু হতে চলেছে। সলমন খানের এই শোয়ের সিজন ১৯, আগামী ২৪ অগাস্ট থেকে শুরু হবে। অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন 'বিগ বস'-র। সে প্রমাণ মেলে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। প্রযোজনা সংস্থা এবং নির্মাতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে, ১৯তম সিজন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তবে এখন সব কিছু ঠিকঠাক। সলমন নতুন প্রতিযোগীদের নিয়ে একটি নতুন সিজন নিয়ে আসছেন। 

এদিকে নেহা কক্কর 'সুপারস্টার সিঙ্গার ৩', গাওয়া রিয়্যালিটি শো  নিয়ে আসছেন খুব শীঘ্রই। এই শোয়ের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন

নতুন এই দুই শো ছাড়াও, আরও বেশ কয়েকটি বড় নন- ফিকশন শো ইতিমধ্যেই চলছে। এর মধ্যে রয়েছে 'কৌন বনেগা ক্রোড়পতি ১৭', 'পতি পত্নী অউর পাঙ্গা', 'ছোড়িয়া চালি গাঁও' এবং 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫'। এই সমস্ত অনুষ্ঠানই বেশ পছন্দ করছেন দর্শক। 'লাফটার শেফ সিজন ২' শেষ হওয়ার পর, 'পতি পত্নী  অউর পাঙ্গা' তার জায়গা করে নিয়েছে। এই শোটি শুরুর পরই হিট হয়ে উঠেছে। টেলিভিশনের পর্দায় তারকা জুটি রুবিনা দিলাইক ও অভিনব শুক্লার রসায়ন  আলোড়ন সৃষ্টি করেছে।  

অন্যদিকে গ্রামের থিমযুক্ত অনুষ্ঠান 'ছোড়িয়া চালি গাঁও' প্রথম দিন থেকেই দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছে। শহুরে ডিভাদের গ্রামের পরিবেশে দেওয়া বিভিন্ন টাস্ক পূরণ করতে দেখে দর্শক বেশ মজা পাচ্ছে। নিঃসন্দেহে এই রিয়্যালিটি শোগুলির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে ধারাবাহিকগুলির। গত সপ্তাহে, 'কিউকি সাস ভি কভি বহু থি' টিআরপি-তে দারুণ রেটিং পেয়েছে। 'অনুপমা' এবং 'তারক মেহতা কা উল্টা চশমা'-ও দর্শকদের মনে  স্থান করে নিয়েছে। নতুন শোগুলি টিআরপি-তে নিজেদের কতটা শক্তিশালী প্রমাণ করতে পারে, সেটাই এখন দেখার।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement