Advertisement

Manasi Ghosh: বাংলার মেয়ে Indian Idol 15 বিজয়ী, 'আইডল কি ক্রেজি গার্ল' কে এই মানসী ঘোষ?

Indian Idol 15 Winner: পুরো সিজনে মানসীর পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রশংসা কুড়িয়েছে। তার গান, এক্সপ্রেশন ও স্টেজে প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন যে মানসী শুধু একজন গায়িকা নন, বরং তিনি একজন জন্মগত পারফর্মার।

মানসী ঘোষ, ইন্ডিয়ান আইডল ১৫ বিজেতামানসী ঘোষ, ইন্ডিয়ান আইডল ১৫ বিজেতা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 9:04 AM IST
  • এখনও বিশ্বাস করতে পারছেন না মানসী
  • মাত্র ৪ বছর বয়স থেকে গান শিখছেন
  • অনুরাগীদের ভালোবাসায় সিক্ত মানসী

গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘Indian Idol 15’-এর চূড়ান্ত বিজয়ীর নাম অবশেষে ঘোষণা করা হল। দর্শকদের হৃদয় জয় করে এবং বিচারকদের প্রশংসা কুড়িয়ে এবারের সিজনের চ্যাম্পিয়নের ট্রফি জিতলেন মানসী ঘোষ। প্রথম রানার আপ হয়েছেন শুভজিৎ চক্রবর্তী। সোনি টেলিভিশনের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে লেখা হয়, 'সঙ্গীত, জাদু আর আবেগের এতদিনের সফরের পর, মানসী শুধু একটি খেতাব জেতেননি, তিনি কোটি মানুষের মন জিতেছেন।'

এবারের সিজনটি উপস্থাপনা করেছেন আদিত্য নারায়ণ। বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল ও বাদশা।

এখনও বিশ্বাস করতে পারছেন না মানসী

বিজয়ী হওয়ার পর অনুভূতি জানতে চাইলে মানসী বলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি ট্রফি জিতেছি। এখনও পুরোটা বাস্তব মনে হচ্ছে না। এত ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ ও আবেগাপ্লুত। আমার মাথায় অনেক কিছু ঘুরছে। ধন্যবাদ সবাইকে।' শো চলাকালীন সময়ে মানসী ‘আইডল কি ক্রেজি গার্ল’ নামে পরিচিতি পেয়েছিলেন তার দুর্দান্ত পারফরম্যান্স, স্টেজে প্রাণবন্ত উপস্থিতি ও গানের প্রতি ভালোবাসার কারণে। তার উপস্থাপনায় যেমন ছিল শক্তিশালী কণ্ঠস্বর, তেমনি ছিল আবেগ ও আত্মবিশ্বাসের ছাপ।

নগদ ২৫ লক্ষ টাকা ও গাড়ি

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মানসী পেয়েছেন Indian Idol 15-এর ট্রফি, একটি নতুন গাড়ি এবং ২৫ লক্ষ টাকার নগদ পুরস্কার। তার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা শুভজিৎ চক্রবর্তী ও তৃতীয় স্থানে থাকা স্নেহা শঙ্করকেও পুরস্কৃত করা হয়েছে।

অনুরাগীদের ভালোবাসায় সিক্ত মানসী

পুরো সিজনে মানসীর পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রশংসা কুড়িয়েছে। তার গান, এক্সপ্রেশন ও স্টেজে প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন যে মানসী শুধু একজন গায়িকা নন, বরং তিনি একজন জন্মগত পারফর্মার।

মাত্র ৪ বছর বয়স থেকে গান শিখছেন

নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ মাত্র ৪ বছর বয়স থেকে গান শিখছেন। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেছিলেন তিনি। স্টেজ শো করে রোজগার শুরু হয় ১৫-১৬ বছর বয়স থেকে। অল্প দিনেই মানসী বহু স্টেজ শো করে ফেলেছেন। পড়াশোনাও চালিয়েছেন। দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাশ করে ইংরেজি অনার্স নিয়ে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ থেকে তাঁর স্নাতক হন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানসী।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement