Advertisement

Writwik Mukherjee: সাহেবের মতো ঋত্বিকেরও নগ্ন VIDEO লিকড? মুখ খুললেন অভিনেতা

Writwik Mukherjee: সম্প্রতি টেলি অভিনেতা ঋত্বিকের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নগ্ন অবস্থায় যৌনকর্মে লিপ্ত হতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যিই ঋত্বিক নাকি এআই নির্মিত, এই উঠেছিল প্রশ্ন।

ঋত্বিক মুখোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম) ঋত্বিক মুখোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 11:53 AM IST

শিরোনামে ঋত্বিক মুখোপাধ্যায়। গত কয়েক দিন ধরে চর্চায় টলিপাড়ার দুই অভিনেতা। বিষয় প্রায় একই। সোস্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে নগ্ন ভিডিও। আর তারপর থেকেই তোলপাড় স্টুডিওপাড়া। এমনকী নেটমাধ্যমেও চলছে জোর আলোচনা। সম্প্রতি টেলি অভিনেতা ঋত্বিকের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে নগ্ন অবস্থায় যৌনকর্মে লিপ্ত হতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যিই ঋত্বিক নাকি এআই নির্মিত, এই উঠেছিল প্রশ্ন। এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা। তবে জল অন্যদিকে গড়াচ্ছে দেখে, এবার মুখ খুললেন ঋত্বিক।  

সংবাদমাধ্যমকে টেলি অভিনেতা বলেন, "আমি প্রথমত কাজের চাপে খুব একটা গুরুত্ব দেইনি। তবে আমার কাছের বন্ধু-বান্ধব যখন ব্যাপারটা বলল, আমি নড়ে বসলাম। আমি প্রথমে গুরুত্ব দিচ্ছিলাম না। ফেক ভিডিয়ো। কী আর করা যাবে। কিন্তু পরে যখন দেখলাম জলটা মাথার উপ দিয়ে চলে যাচ্ছে, তখন স্টেপ তো নিতেই হত। আমি ব্যাপারটা সাইবার সেলে জানিয়েছি। ওরা স্টেপ নিয়েও নিয়েছে বলে জানিয়েছে।" 

'আনন্দী' অভিনেতার দাবি, "আমাকে যারা ছোটবেলা থেকে চেনে, তারা সবাই বলেছে, কোনওভাবেই দেখে মনে হচ্ছে না সেটা আমি। কারণ আমাকে কখনও এরকম ছাপরির মতো দেখতে ছিল না। সরি এই ভাষাটা ব্যবহার করার জন্য। সত্যি আমাকে এরকম দেখতে ছিল বলে আমার বন্ধু-বান্ধবরা দাবি করছে না। সাইবার সেলও জানিয়েছে, মব করা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। খুব বাজে ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কে আমার পিছন থেকে এভাবে ছুড়ি মারল, তা আশা করি ঠিক সামনে আসবে।" 

আরও পড়ুন

ঋত্বিকের অনুগামীরা তাঁকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এমনকী অভিনেতাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় তাঁরা নানা পোস্টও করেছেন। তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, "যারা আমার কাজ দেখে, তাঁদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা এতদিন ধরে আমাকে চেনো। তোমাদের কেউ বলে দিল আমার ভিডিয়ো, তোমরা বিশ্বাস করে নিলে, তাহলে আমার আর কিছুই করার নেই। আমি খুব জলদিই এটা নিয়ে একটা বিবৃতি দেব।" 

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নগ্ন অবস্থায় যৌনকর্মে লিপ্ত হচ্ছেন তিনি। যদিও সাহেব এই নিয়ে এখনও মুখ খোলেননি। এমনকী ফেসবুক প্রোফাইলের কমেন্ট সেকশনও বন্ধ রেখেছেন। শোনা যাচ্ছ, সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন তিনিও।

 

Read more!
Advertisement
Advertisement