টলিপাড়ার চেনা মুখ যশ দাশগুপ্ত। ছোট পর্দা থেকেই জনপ্রিয়তা পেলেও, বর্তমানে বড় পর্দাতেই দেখা যায় তাঁকে। স্ত্রী নুসরত জাহানের সঙ্গে যশ খুলেছেন প্রযোজনা সংস্থা। প্রযোজক হিসাবেও ব্যস্ত থাকেন অভিনেতা। এবার শোনা যাচ্ছে, ফের বাংলা টেলিভিশনে দেখা যাবে যশকে। তাহলে কি দীর্ঘ বিরতির পরে মেগাতে ফিরছেন অভিনেতা?
আসলে ছোট পর্দায় যে যশকে দেখা যাবে, এখবর তিনি নিজেই দিয়েছেন সকলকে। সোশ্যাল পেজে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা জানান, "তোমাদের সকলের জন্য একটা দারুণ খবর আছে। আমি আবার ফিরে আসছি টেলিভিশনের পর্দায়। দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে খুব শীঘ্রই। চোখ রাখুন...।" স্টার জলসার পর্দায় দেখা যাবে যশকে। একথা জানিয়েছেন তিনি।
ভিডিওটি দেখে একদিকে যেমন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুগামীরা, অন্যদিকে এবার উঠছে অনেকগুলো প্রশ্ন। যশ কি আবার কোনও ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন? নাকি ফের যশের ধারাবাহিকটির পুণঃসম্প্রচার হবে? আবার নেটিজেনদের একাংশের মতে, অন্য কোনও ধারাবাহিকে অতিথি হয়ে আসবেন যশ। টলিপাড়ার একাংশ বলছে, যশ কোনও ধারাবাহিকে ফিরছেন না। এই ভিডিওটি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।
স্টার জলসার 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছান যশ দাসগুপ্ত। এই মেগাতে যশের সঙ্গে মধুমিতা সরকারের জুটি দর্শকেরা দারুণ পছন্দ করে। অরণ্য এবং পাখির জুটি আজও দর্শকের প্রিয়। কিছু মাস আগে ধারাবাহিকটি পুণঃসম্প্রচার করে চ্যানেল। এছাড়াও এই চ্যানেলেরই 'উড়ান' ধারাবাহিকের প্রচারে পর্দায় দেখা গিয়েছিল যশ এবং মধুমিতাকে। তবে এবার কীভাবে তিনি টেলিভিশনে ফিরবেন, তা এখনই খোলসা করতে নারাজ। তাই সঠিক উত্তর পেতে কিছুটা অপেক্ষা করতে হবে যশ-অনুগামীদের।
প্রসঙ্গত, বাংলার পাশাপাশি এর আগে হিন্দি প্রোজেক্টেও কাজ করেছেন যশ। 'না আনা ইস দেশ লাডো' ধারাবাহিকের মাধ্যমে মুম্বইয়ের ছোট পর্দার দর্শকদের মনের কাছে পৌঁছেছিলেন তিনি। তবে এবার বলিউডে জমি শক্ত করতে চান অভিনেতা। যশ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'সেন্টিমেন্টাল'। এছাড়াও পাইপলাইনে রয়েছে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি', 'শিকার', 'রকস্টার' সহ আরও বেশ কয়েকটি কাজ। ওপার বাংলার ছবিতেও চুটিয়ে কাজ করছেন তিনি। এর আগে তাঁর অভিনীত 'গ্যাংস্টার', 'ওয়ান', 'এসওএস কলকাতা'-র মতো ছবিগুলি বেশ জনপ্রিয়।