শেষ হল 'করুণাময়ী রাণী রাসমণি'। প্রায় দীর্ঘ সাড়ে ৪ বছরের জার্নি শেষ হল এই জনপ্রিয় ধারাবাহিকের। অন্তিম পর্বে আবারও দেখা যাবে 'রানিমা'-দিতিপ্রিয়া রায়কে। রামকৃষ্ণদেবের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে হবে শেষ পর্ব। বিদায় লগ্নে আবেগপ্রবণ সমস্ত কলাকুশলীরা।