উচ্ছেবাবু'-র মুখে 'আই লাভ ইউ' শোনার জন্য অধীর অপেক্ষায় 'তুফানমেইল'। দাদাই -ঠাম্মির সঙ্গে পাহাড়ে গেছে সিড-মিঠাই, সেখানে যোগ দেবে 'হল্লা পার্টি'। আর সেই শ্যুট করতেই টিম 'মিঠাই' পৌঁছেছে মিরিকে। দেখুন কীভাবে চলছে শ্যুটিং।