Advertisement

সেরার মুকুট 'মোহর'-এর মাথায়, 'খড়কুটো' এগোলেও রানিমা তিন নম্বরে

মজার ব্যাপার হল 'মোহর'-এর রেটিংয়ে খুব একটা হেরফের হয়নি। গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে। এই সপ্তাহে তার স্কোর- ১০.৫। দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিক 'খড়কুটো'র রেটিং ৯.৯। সেখানে 'রানিমা' রয়েছেন ৯.৭-এ।

১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে রয়েছে 'মোহর'। ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে রয়েছে 'মোহর'।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Oct 2020,
  • अपडेटेड 5:53 PM IST
  • এ সপ্তাহে সেরা ধারাবাহিক 'মোহর'
  • পিছিয়ে গিয়েছে 'করুণাময়ী রানি রাসমণি'
  • সৌজন্য-গুনগুনের বিয়েই 'খড়কুটো'র টিআরপি রহস্য

পুজোর আগের সপ্তাহে দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলির ভিড় জমে রয়েছে ড্রয়িংরুংমে। লড়াইটাও মন্দ হচ্ছে না। তবে এই সপ্তাহে ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে রয়েছে 'মোহর'। সামান্য ব্যাবধানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ পিছনে ফেলে এগিয়ে এসেছে তুলনায় নতুন ধারাবাহিক 'খড়কুটো'। 

মজার ব্যাপার হল 'মোহর'-এর রেটিংয়ে খুব একটা হেরফের হয়নি। গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে। এই সপ্তাহে তার স্কোর- ১০.৫। দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিক 'খড়কুটো'র রেটিং ৯.৯। সেখানে 'রানিমা' রয়েছেন ৯.৭-এ। চারনম্বরে রয়েছে 'শ্রীময়ী' (৯.২)। তারপরেই জায়গা দখল করেছে 'সাঁঝের বাতি' (৯)। 

তবে আগেই তুলনায় অনেকটাই নেমে গিয়েছে 'কৃষ্ণকলি'র টিআরপি। এই সপ্তাহে সপ্তম স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক (৮.১)। 'কৃষ্ণকলি'র থেকে এগিয়ে আবার 'যমুনা ঢাকি' (৮.৪)।  কেন দৌড়ে পিছিয়ে পড়েছেন 'করুণাময়ী রাণী রাসমণি'? নেটিজেনদের মতো 'খড়কুটো'র মতো ধারাবাহিক দর্শককে আকর্ষণ করছে বেশি। তাছাড়া কিছুদিনের মধ্যে সৌজন্য এবং গুনগুনের বিয়ে। তা নিয়েই মেতে রয়েছে দর্শক। 

আরও পড়ুন

কিন্তু পরবর্তী সপ্তাহের রেটিং বেরোবে পুজোর পরেই। হাইকোর্টের নির্দেশে এখন প্যান্ডেল হপিং তো বন্ধ। রেস্তরাঁতেও বা কাহাতক ভিড় জমাবেন। তাহলে কী ড্রয়িংরুম মুখো হবে দর্শক। তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। 

Read more!
Advertisement
Advertisement