বেশ কিছুদিন ধরেই টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিজেপিতে যোগ নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ গত ৮ মার্চ, নারী দিবসের দিন বিজেপি-তে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী।
জল্পনার সময়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। পরে পদ্ম শিবিরে যোগ দিয়ে তনুশ্রী বলেন, "নারী দিবসে নতুন জন্ম"।
রবিবার বিজেপি-র দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শ্যামপুর থেকে দাঁড়াচ্ছেন তনুশ্রী চক্রবর্তী ।
যদিও দীর্ঘদিন সরাসরি তৃণমূল - কংগ্রেসের সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন তিনি।
২০১৯ সালে বিষ্ণুপুরে তৃণমূলের সমর্থনে র্যালিতেও দেখা গেছে তাঁকে। শুধু তাই নয় তৃণমূলের আরও একাধিক অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন তনুশ্রী।
ইন্ডাস্ট্রিতে প্রায় হয়ে গেল একযুগ। বিভিন্ন ছবিতে তাঁর সাহসী চরিত্রে অভিনয় যথেষ্ট প্রশংসনীয়।
২০১০ সালে 'বন্ধু এসো তুমি' ছবি দিয়ে অভিনয়ে হাতে খড়ি হলেও, ২০১১ সালে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'উড়ো চিঠি' ছবির মাধ্যমেই পরিচিতি লাভ করেছেন তিনি।
তনুশ্রীর বেশীরভাগ ছবিতে হাজার হাজার লাইক পড়ে, ফ্যানেরা ভরিয়ে দেন ভার্চুয়াল ভালোবাসায়। তবে শোনা যায় তিনি এখন সিঙ্গেল।
কিছু বছর আগে অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারও অজানা নয়। কিছুদিন আগে বিজেপি-তে যোগ দিয়েছিল রুদ্রনীলও।
তনুশ্রী চক্রবর্তী তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য খুবই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই শেয়ার করেন নিজের বিভিন্ন ফটো সেশন।
বর্তমানে শ্রীমন্ত সেনগুপ্তের 'আবার বছর কুড়ি পরে'-ছবিতে কাজ করছেন নায়িকা। এছাড়া অতনু রায় চৌধুরীর ছবি 'টনিক'-এ দেবের সঙ্গে তাঁকে দেখা যাবে।
এছাড়াও রাজর্ষী দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির ডাবিং শেষ হয়েছে দিন কয়েক আগে।
(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)