পরনে কালো রঙের বেনিয়ান পাঞ্জাবি আর সাদা রঙের চুনোট ধুতি। পায়ে কোলাপুরি চটি। নাক, গলা, আঙুলে ঝলমলে পাথরের মিনাকারি গহনা। হাতে কালো রঙের ঘড়ি।
এমন সাজে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এ অভিনেত্রীর ফেসবুকে পোস্ট করা বেশ কিছু ছবিতে তাকে ‘বাঙালি বাবু’ সাজে দেখা যায়। এ নিয়ে জোর আলোচনা চলছে নেটদুনিয়ায়।
তাঁকে এই বিশেষ পোশাকে সাজিয়েছেন দেশের অ্যতম সেরা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।
অভিষেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লিঙ্গভেদ মোছার বার্তা দিতে চেয়েছেন স্বস্তিকা। তাই এমন পোশাকে নিজেকে সাজিয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান স্বস্তিকা।
অভিষেকের মতে এখন পুরুষরাও শাড়ি দিয়ে তৈরি পোশাক বা স্রেফ শাড়িতে নিজেকে সাজিয়ে নিচ্ছেন।
দাড়ি গোঁফ নিয়ে রঙিন ঝলমলে শাড়িতে যদি পুরুষরা সেজে উঠতে পারেন, তবে নারীরা পুরুষ বেশে সেজে উঠতে পারবেন না কেন?
কলকাতার ই এম বাইপাশের ধারে পাঁচতারা হোটেলে এই পোশাকে ফটোশুট করেন অভিনেত্রী।
তারই বিশেষ কিছু মুহূর্ত ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। কখনও লনে কখনও অ্যাওয়ার্ড হাতে ছবি পোস্ট করেছেন তিনি।
ভেতরের দেবী এবং বাইরের ডিভা-র মধ্যে ব্যবধান ঘুঁচিয়ে এমন বার্তা বোধহয় স্বস্তিকাই দিতে পারেন।