প্রতিবছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ পালন করে। আর এই বছর এই দিন উপলক্ষে একটি নতুন উদ্যোগ নিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)।
বৃক্ষরোপণ করলেন নায়িকা। নিজের বাড়ির বাগানেই চারাগাছ লাগালেন তিনি। আর শুভশ্রীর সঙ্গী তাঁর ছেলে, ছোট্ট ইউভান।
শুভশ্রীর কোলে ইউভান। গোল গোল চোখে একরত্তি বোঝার চেষ্টা করছে মা কী করছে। কোনও ছবিতে আবার সে হাতে মাটি নিয়ে খেলছে।
নিজের ইন্সটা প্রোফাইলে ছবিগুলি শেয়ার করেছেন নায়িকা। তার সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, "আজ 'বিশ্ব পরিবেশ দিবস'-এ আসুন সকলে আমাদের 'প্রকৃতি মা'-কে বাঁচানোর শপথ গ্রহণ করি।"
প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা অতিমারীর পর কিছুটা বুঝতে পেরেছেন। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা।
জীবনদায়ী অক্সিজেনের সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। ২০২০-২০২১ সালে মানব সমাজ সাক্ষী হয়েছে মৃত্যু মিছিলের। করোনা ছাড়াও ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সব মিলিয়ে আমাদের পরিবেশ যেন বারবার জানান দিচ্ছে দীর্ঘ ধরে চলে আসা নানা অত্যাচার ও অবহেলা বন্ধ হোক।
এমনকি শুভশ্রী নিজেও কয়েকদিন আগে জয় করেছেন কোভিড। গত বছর আক্রান্ত হয়েছিলেন তাঁর স্বামী, তথা পরিচালক- বিধায়ক রাজ চক্রবর্তী ও তাঁর বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী। আর সেই জীবনযুদ্ধে পরাজিত হয়ে প্রাণ হারিয়েছেন পরিচালকের বাবা।
কাছেই মানুষ হারিয়েছেন, তাই হয়তো তাগিদটা আরও একটু বেশি। শুভশ্রী নিজের হাতে ইউভানকে শেখাচ্ছেন সৃজনশীল কাজ। মা ছেলের সুন্দর কেমিস্ট্রি ধরা পড়ছে প্রতিটা ফ্রেমে।
শুভশ্রীর মতো যদি পৃথিবীর প্রতিটি মানুষ নিজের নিজের দায়িত্ব পালন করেন তাহলে এই সুন্দর পৃথিবী থাকবে সুজলা- সুফলা শস্য শ্যামলা। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)