Advertisement

করোনাকালে ডিপ্রেশন কাটাতে এবার ঢাকের তালে পা মেলালেন জিৎ,আবির,রুক্মিণীরা

এবার ঢাকের তালে একসঙ্গে নাচলেন জিৎ রুক্মিণী ও আবির। পুজোর আবহে মুক্তি পেল 'ঢাক বাজা কোমর' নাচা গান।

সুইজারল্যান্ড ছবিতে আবির, জিৎ, রুক্মিণী (ছবি সৌজন্যে: ফেসবুক)সুইজারল্যান্ড ছবিতে আবির, জিৎ, রুক্মিণী (ছবি সৌজন্যে: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2020,
  • अपडेटेड 5:44 PM IST
  • প্রকাশ্যে এল 'সুইজারল্যান্ড' ছবির পুজোর জমজমাট গান।
  • ঢাকের তালে একসঙ্গে নাচলেন জিৎ রুক্মিণী ও আবির।
  • এখনো পর্যন্ত জানা যায়নি ছবি মুক্তির তারিখ।

এবার ঢাকের তালে একসঙ্গে নাচলেন জিৎ রুক্মিণী ও আবির। পুজোর আবহে মুক্তি পেল 'ঢাক বাজা কোমর' নাচা গান।

প্রকাশ্যে এল 'সুইজারল্যান্ড' ছবির পুজোর আবহে দৃশ্যায়ন করা জমজমাট গান। জিৎ ও রুক্মিণীকে এর আগে নাচতে দেখলে দেখলেও আবিরকে প্রথমবার এইভাবে কোমর দোলাতে দেখলেন দর্শকরা। গানটি গেয়েছেন আকৃতি কক্কর, জিৎ ও দেব নেগী। গানের লিরিক্স লিখেছেন রাজা চন্দ ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন স্যাভি। নৃত্য পরিচালনা করেছেন জয়েশ প্রধান। সৌভিক কুন্ডুর পরিচালনায় এই ছবির লুক রিভিল হয়েছিল চলতি বছরের শুরুতেই। এবার প্রকাশ্যে এল ছবির গান।

এই প্রথম চেনা ছকের বাইরে অর্থাৎ দেবকে ছেড়ে কাজ করছেন রুক্মিণী। টলি পাড়া পেয়েছে নতুন জুটি। বান্ধবীকে উৎসাহ দিতে ট্যুইট করেছেন অভিনেতা।

আরও পড়ুন

 

 

আগামী ১৫ অক্টোবর থেকে খুলতে চলেছে  সিনেমা হল মাল্টিপ্লেক্স। মেনে চলতে হবে একাধিক নিয়মাবলী। সেই খবর আসার পর থেকেই একে একে প্রকাশিত হয় পুজোর আগেই মুক্তি পাবে এমন ছবিগুলির নাম। তবে মুক্তি পাচ্ছে না সুইজারল্যান্ড। এখনো পর্যন্ত জানা যায়নি ছবি মুক্তির তারিখ।

Read more!
Advertisement
Advertisement