Advertisement

টুইটে দিলীপ ঘোষকে পাল্টা 'রগড়ানি' পরমব্রত-র, সায় স্বস্তিকার

প্রায় মাস খানেক আগে একটি সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ শিল্পীদের নিয়ে একটি কুমন্তব্য করেন। তিনি বলেন, 'আমি শিল্পীদের বলছি, আপনারা গান করুন, নাচুন, এটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের উপর ছেড়ে দিন। রাজনীতি করতে এলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।'

স্বস্তিকা - পরমব্রত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2021,
  • अपडेटेड 5:55 PM IST
  • বিজেপির ভরাডুবি নিয়ে অনেকে অনেক মন্তব্য-পোস্ট করছেন
  • সোশাল দেওয়াল ভরে উঠেছে মিম এবং রাজনৈতিক বক্তব্যে।
  • পরমব্রত। লিখলেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!'

ভোটের ফল প্রকাশিত হওয়ার পর বিজেপির ভরাডুবি নিয়ে অনেকে অনেক মন্তব্য-পোস্ট করছেন। সোশাল দেওয়াল ভরে উঠেছে মিম এবং রাজনৈতিক বক্তব্যে। গত কাল রাতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের করা একটি টুইট সেই তালিকায় জায়গা করে নিল। শুধু জায়গাই করেনি, তার সঙ্গে হাসির খোরাকও তৈরি করেছে। শিল্পীদের নিয়ে দীলিপ ঘোষের করা 'রগড়ানি' মন্তব্যের পাল্টা পোস্ট করলেন পরমব্রত। লিখলেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!'

প্রায় মাস খানেক আগে একটি সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ শিল্পীদের নিয়ে একটি কুমন্তব্য করেন। তিনি বলেন, 'আমি শিল্পীদের বলছি, আপনারা গান করুন, নাচুন, এটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের উপর ছেড়ে দিন। রাজনীতি করতে এলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।' একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভিডিওর সেই অংশটি দারুণ ভাইরাল হয় সে সময়। যা নিয়ে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন সে সময়। বিজেপি-র অন্দরেই অনেক শিল্পী তাঁদের ক্ষোভ ব্যক্ত করেন। তাঁরা যে এ ধরনের মন্তব্যকে সমর্থন করেন না, তা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন সে সময়। যদিও মন্তব্যের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে।

 

ঘটনার সূত্রপাত এখটি গানকে কেন্দ্র করে। নিজেদের মতে নিজেদের গান, এই মিউজিক ভিডিওতে টলিউড-সহ বাংলার শিল্প জগতের বহু বড় নাম মুখ দেখিয়েছেন। যাঁদের মধ্যে ছিলেন পরমব্রত-ও। টুইট দেখে অবশ্যই বোঝা যাচ্ছে তিনি দীলিপ ঘোষের ওই মন্তব্য কী ভাবে নিয়েছেন। টুইটে তাঁকে সমর্থন করে কমেন্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-ও।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement