Advertisement

Parambrata Chattopadhyay: বাংলাদেশ নিয়ে 'সম্প্রীতির' কথা লিখে 'মৌলবাদীদের' নিশানায় পরমব্রত

বাংলাদেশ প্রশাসনের সক্রিয়তার মাঝেই এপার বাংলায় এই ঘটনা নিয়ে বহু মানুষ সোশাল মিডিয়া পোস্ট করছেন। এ রাজ্যের কোনও ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে পুলিশ প্রশাসনের। উস্কানির মাঝে উৎসবের মধ্যে সম্প্রীতির কথা লিখে কার্যত রোশের মুখে পড়লেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2021,
  • अपडेटेड 11:52 AM IST
  • দুর্গাপুজো চলাকালীন বাংলাদেশে (Bangladesh Violence) বেশ কয়েকটি পুজোয় হামলা চালানো হয়েছে। তা প্রকারান্তরে ধীরে ধীরে সাম্প্রদায়িক দাঙ্গার চেহারা নেওয়ার মুখে।
  • সম্প্রীতির কথা লিখে কার্যত রোশের মুখে পড়লেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়
  • তাঁর সোশাল পোস্টের কমেন্ট বক্সে তার ভুরি ভুরি নজির মিলবে।

দুর্গাপুজো চলাকালীন বাংলাদেশে (Bangladesh Violence) বেশ কয়েকটি পুজোয় হামলা চালানো হয়েছে। তা প্রকারান্তরে ধীরে ধীরে সাম্প্রদায়িক দাঙ্গার চেহারা নেওয়ার মুখে। বাংলাদেশ প্রশাসনের সক্রিয়তার মাঝেই এপার বাংলায় এই ঘটনা নিয়ে বহু মানুষ সোশাল মিডিয়া পোস্ট করছেন। এ রাজ্যের কোনও ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে পুলিশ প্রশাসনের। উস্কানির মাঝে উৎসবের মধ্যে সম্প্রীতির কথা লিখে কার্যত রোশের মুখে পড়লেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay). তাঁর সোশাল পোস্টের কমেন্ট বক্সে তার ভুরি ভুরি নজির মিলবে।

পোস্টে পরমব্রত লেখেন, 'ফেসবুক এ বড়ো একটা আসা হয় না , কিন্তু একটি বিশেষ কারণে এলাম | বাংলাদেশে কয়েক জায়গায় দূর্গা পুজোর মন্ডপে ইসলামি মৌলবাদীদের তান্ডব নিয়ে কিছু পোস্ট নবমীর দিন সকাল থেকে চোখ পড়লো | সেই প্রসঙ্গে দু চার কথা ...
আমাকে যে ছেলেটি শুটে এটেন্ড করে , আমার স্পট বয় , তার নাম নাসির গাজী | পুজোর পাঁচটা দিন নিয়ম করে আমাকে শোক থেকে শুভেচ্ছা জানিয়ে গেছে | শুভ ষষ্ঠী থেকে বিজয়া ! প্রতি বারি জানায় | সরস্বতী পুজোর দিন ক্ষণ আমার না থাকলেও ওর মনে থাকে এবং মনে করিয়েও দেয় | বাইরে শুট করতে গিয়ে কোনো দর্শনীয় মন্দিরের সন্ধান পেলে সেটাও নাসির ই আমাকে এনে দেয় | 

নবমী র দিন ই সকালে আমার কাঠের মিস্তিরি সানোয়ার আলী ফোন করেছিলেন একটা কাজের কথা বলতে | ফোনালাপ শুরুই করলেন "শুভ নবমী দাদা " বলে ... আমার কিছু না হোক দশ জন বাংলাদেশি বন্ধু দের দেখলাম পুজো মণ্ডপে ছবি তুলে সোশ্যাল মিডিয়া তে দিয়েছন | এরা  সবাই ধর্মে মুসলমান | 

বাংলাদেশে এবং এই বাংলায় এরকম অজস্র পুজো আছে যেগুলির কমিটি তে গুরুত্বপূর্ণ পদে মুসলমান রা আছেন | কথা গুলো বলছি কারণ বাংলাদেশে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা তুলে ধরে , বিদ্বেষ সর্বত্র ছড়িয়ে গেছে এটা বলতে থাকাটা উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয় | এই ঘটনা গুলি থেকে যদি প্রমান হয় যে বাংলাদেশে হিন্দু রা বিপন্ন , তাহলে ভারতে গত সাত বছরে এরকম  অগুনতি ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে (এবং যেগুলি নিয়ে দেশনেতারা অভূতপূর্ব ভাবে চুপ থেকেছেন !) যেগুলি থেকে আরও সহজে প্রমান হয় যে ভারতে মুসলমান রা বিপন্ন ! 

Advertisement

আমি বরং বলবো, বড়ো পরিসরে, এতো সত্ত্বেও মানুষের ভিতরে সদ্ভাব সম্প্রীতি আছে | কিন্তু কিছু কম মিষ্টি কথাও এই সুযোগে বলে রাখা দরকার |'

 

তিনি আরও লেখেন, 'গোঁড়ামি , মৌলবাদ , ইংরিজি তে যাকে বলে ফানাটিসিজম , সেটা সব ধর্মেই থাকে , থেকে এসেছে হাজার বছর ধরে | যখন যে ধর্মের মৌলবাদী জিগির সামনে আসে , তখন সেগুলোর থেকে বেরোনোর , সেগুলির সমালোচনা করার বা সেই বিস্বাসে বিশ্বাসী শক্তি গুলি কে পরাস্ত করার দায়িত্ত্ব কিন্তু সেই ধর্মের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকেই আরো বেশি করে নিতে হবে! 

বাংলাদেশে আমার সমস্ত বন্ধুদের কাছে তাই আমার একান্ত অনুরোধ , কুমিল্লা বা নোয়াখালী তে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করুন কোনো দ্বিধা না রেখে , দোষীদের কঠোর শাস্তি দাবি করুন | আপনাদের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার বক্তব্যের মাধ্যমে সুবার্তা দিয়েছেন , আপনারাও সেই মৌলবাদ বিরোধী সুর বজায় রাখুন | প্রতি বছরই প্রায় এরকম কিছু না কিছু ঘটে , সত্যি বলছি ভালো লাগে না | প্রাণের উৎসবের উপর আক্রমণ বলে ভালো লাগে না তো বটেই , তাছাড়াও আরো বড়ো একটা কারণ হলো, এই ঘটনা গুলি সীমানার এই পারে গোঁড়া হিন্দুত্ত্ববাদীদের বড়ো সুবিধে করে দেয় | তাদের আস্ফালন বাড়ে , ধর্মের জিগির তুলে , এই উদাহরণ টেনে , মানুষের মনে অন্য সম্প্রদায় সম্বন্ধে ঘেন্না জন্মিয়ে রাজনৈতিক মুনাফা তোলার পথ মসৃন হয় | 

আমরা প্রত্যেকে নিজের নিজের ধর্মের অতিরিক্ততার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করি | ধর্ম মানে বিশ্বাস , কিছু মানুষের এক সঙ্গে হওয়া , অনেক বছর ধরে চলে আসা কিছু আচার, কিংবা সমাজ কে এক রকম ভাবে সংঘবদ্ধ রাখার জন্যে তৈরী করা কিছু নিয়ম , বা হয়তো নানান উৎসব ! যেটাই হোক , বিশ্বাস আর অতি বা অন্ধ বিশ্বাস (যা অন্য মানুষ কে জোর করে, বা ক্ষতি করে ) এর মধ্যে সুক্ষ লাইন টা কোথায় সেটা আমাদেরই বুঝে নিতে হবে ! 

তাই নাসির , সানোয়ার বা আমার বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাতা এবং অভিনেতা বন্ধু কাম দাদা গাউসুল আলম শাওন (যিনি আদর করে মেয়ে নাম রাখেন অন্নপূর্ণা) , এদের উদাহরণ গুলো সবার সামনে তুলে ধরি , কুমিল্লা নোয়াখালী তে দূর্গা পুজো আক্রমণ , বা ভারতে ঘটতে থাকা একের পর এক মুসলমান নিধনের ঘটনা গুলি নয় | আর আমরা হিন্দু রাও শুধু নিয়ম মাফিক ঈদ মুবারক বলা আর বিরিয়ানি খাওয়ায় সীমিত না থেকে ভারতে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়র ধর্ম eএবং ইতিহাসটাকে একটু কাছ থেকে বোঝার চেষ্টা করি |  এতে হয়তো বাংলদেশে ইসলামি মৌলবাদীদের রোষানলে পড়তে হবে আপনাদের , আমাদের যেমন ভারতে পড়তে হয় হিন্দু ধর্মের স্বঘোষিত ধারক ও রক্ষক অতি দক্ষিণ পন্থী রাজনীতির কারবারিদের | 

Advertisement

কিন্তু কিছু করার নেই | আমাদের উপমহাদেশের ইতিহাস খুব জটিল ,যাকে  ইংরিজিতে বলে chequered! তাই আমাদের, মানে এই ভূমির বাসিন্দাদের দায়িত্ত্ব ও অনেক বেশি | নিঃশ্বাস নেয়া যেমন দরকার , ঠিক তেমন দরকার এই বোধ গুলো নিজেদের মধ্যে মোমবাতির মতো জ্বালিয়ে রাখা | 
শুভ বিজয়া সবাইকে | 

পুনশ্চ: কিছু গর্বিত তলোয়ার ধারি হিন্দু আমি নিশ্চিত এই পোস্টে এসে খিস্তোবেন ...
কিছু শরীয়ত আইন কায়েম ও রক্ষার দায়িত্ত্বে থাকা মুসলমান ও এসে গাল পাড়বেন আমি জানি ...
বলে রাখি , আমি বা আমরা কিন্তু জানি , আপনারা দুজনেই আসলে এক ই দলের লোক | জাস্ট নাম গুলো আলাদা , আর তাই সেই সুযোগে আমাদের টুপি পরাবার তালে থাকেন|'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement