'প্রার্থীর যোগ্যতা অথবা অভিজ্ঞতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দীনতা,
কোনও কিছুই কোনও কিছুকেই ঢাকে না।
আর, লোক অথবা বিধান যে দিকেই তাকান, রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না।'
রাজ্যের ভোটচিত্রে নচিকেতা চক্রবর্তীর এই গান একেবারে ষোলো আনা সত্যি। শুধু যোগ্যতার প্রশ্ন নয়, তার সঙ্গে রয়েছে দেদার নিয়ম ভাঙার খেলা। এ ক্ষেত্রে আবার রবীন্দ্রনাথের গানের লাইন মনে করাবে, 'আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় আয় আয়...' করোনার আবহে মাস্ক বিহীন প্রচার এবং রাজনীতিকদের এই নিয়ম ভাঙার খেলা দেখেই সম্ভবত সোশালে তীব্র খোঁচা দিলেন সাংসদ অভিনেতা দেব। লিখলেন, 'আমাদের দেশে একমাত্র রাজনীতিকরাই নিয়ম গড়তে বা ভাঙতে পারেন।'
বাংলা নববর্ষের দিন মুক্তি পেয়েছে দেব-এর পরবর্তী গোলন্দাজ-এর টিজার। যা এর মধ্যেই দর্শকদের খুব পছন্দ হয়েছে। করোনা পরিস্থিতিতে যথেষ্ট সাবধানতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে টিজার মুক্তির অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সর্ব ক্ষণ মাস্ক পরে ছিলেন টলিউড সুপারস্টার দেব। তাঁর আচরণের মধ্যেই স্পষ্ট বার্তা ছিল, করোনা আটকাতে সাবধান হতেই হবে। মাস্ক এখন মাস্ট।
Thanku for all the lovely feedback for #Golondaaj teaser.We are really touched🙏🏻 For time being Do share the Teaser...
Posted by Dev on Friday, April 16, 2021কয়েক দিন পর তিনি এ নিয়ে সোশাল পোস্ট করেন। সেখানে দেব লেখেন, 'গোলন্দাজের টিজার দেখে যে দারুণ ফিডব্যাক পেয়েছি। দারুণ সমস্ত ফিডব্যাকের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সত্যিই অভিভূত। আপাতত টিজার শেয়ার করুন। যদি একান্তই বাইরে যাওযার প্রয়োজন হয়, তবে মাস্ক পরুন। অকারণ বাড়ির বাইরে যাবেন না যদি না আপনি রাজনৈতিক নেতা হন। আমাদের দেশে একমাত্র রাজনীতিকরাই নিয়ম গড়তে বা ভাঙতে পারেন। সুরক্ষিত থাকুন প্লিজ।'
দেব নিজেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কিন্তু এই খোঁচা তাঁর দিকেও কী ব্যাক ফায়ার করবে? সোশালের কমেন্ট কিন্তু অন্য কথা বলছে। দেবের এই 'সত্য ভাষণ' সকলেই অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন। যাঁরা সম্প্রতি দেবের প্রচারের সাক্ষী থেকেছেন, তাঁরা প্রত্যেকেই জানেন, প্রতিবার মঞ্চে উঠে তিনি প্রথমেই আগত জনতাকে মাস্ক পরা এবং কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। যার দলমত নির্বিশেষ সকলেই প্রশংসা করেছেন সকলে। তফাতটুকু বোঝানোর জন্যেই হয়তো দেবের এই পোস্ট স্বতন্ত্র।
কিছু দিন আগে অভিনেতা অঙ্কুশও ইনস্টাগ্রাম পোস্টে মাস্ক পরার বিধান নিয়ে খোঁচা দিয়েছিলেন। অঙ্কুশ লিখেছিলেন, 'লক্ষ লক্ষ মানুষ মাস্ক ছাড়া কুম্ভ মেলায় ঘুরে বাড়াচ্ছে। এটাকে বলে ভক্তি। মহামারী উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাজনৈতিক সভায় যাচ্ছেন। এটা বলে জাতীয়তাবাদ। নিজের গাড়িতে একলা মাস্ক ছাড়া বসে থাকা একটা অপরাধ।'
সত্যিই, কী বিচিত্র এই দেশ!