Advertisement

যেন ফিরে পেলেন স্কুল জীবন! প্রকাশ্যে ঋতাভরীর প্রথম গান, 'রূপ সাগরে'

কথায় বলে 'যে রাঁধে সে চুলও বাঁধে'। আর সেটাই বারবার প্রমাণ করছেন টলিউডের এযুগের অভিনেত্রীরা। এবার প্রকাশ্যে এলো অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabharai Chakraborty) প্রথম সিঙ্গেলস 'রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা' (Rup Sagore Moner Manush Kacha Sona)। 

ঋতাভরী চক্রবর্তী (ছবি সৌজন্য: ফেসবুক)ঋতাভরী চক্রবর্তী (ছবি সৌজন্য: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2020,
  • अपडेटेड 4:47 PM IST
  • প্রকাশ্যে এলো অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রথম সিঙ্গেলস।
  • অভিনেত্রী গেয়েছেন 'রূপ সাগরে'।
  • মিউজিক ভিডিওতে স্কুলের স্মৃতিচারণ করেছেন ঋতাভরী।

কথায় বলে 'যে রাঁধে সে চুলও বাঁধে'। আর সেটাই বারবার প্রমাণ করছেন টলিউডের এযুগের অভিনেত্রীরা। এবার প্রকাশ্যে এলো অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabharai Chakraborty) প্রথম সিঙ্গেলস 'রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা' (Rup Sagore Moner Manush Kacha Sona)। 

ভিডিওটি জুড়ে যেন অভিনেত্রী স্মৃতিচারণ করেছেন নিজের ছেলেবেলার। ঋতাভরীর স্কুল হরিয়ানা বিদ্যামন্দিরের আনাচ কানাচ ধরা পড়েছে ভিডিওর ফ্রেমগুলিতে। নস্টালজিক হয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। তিনি লিখেছেন,"আমার প্রথম সিঙ্গেল বহু পরিচিত লোক গান 'রুপ সাগরে', আমার স্কুল হরিয়ানা বিদ্যামন্দিরকে উৎসর্গ করলাম"।

 

আরও পড়ুন


জীবনের সেরা স্মৃতিগুলির মধ্যে বেশিরভাগ মানুষেরই সর্বশ্রেষ্ঠ স্মৃতি থাকে স্কুল জীবনে। তাই প্রথমবার এইভাবে গান গাওয়ার জন্যে স্মৃতির পাতা উল্টে জীবনের এই অধ্যায়কেই বেছে নিলেন ঋতাভরী। এই মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন আত্রেয়ী সেন। মূল ভাবনা দিদি অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী, আত্রেয়ী ও ঋতাভরীর নিজের‌। সঙ্গীত পরিচালনা করেছেন সৌভিক চট্টোপাধ্যায়। অভিনেত্রী মা শতরূপা সান্যালের প্রোডাকশন হাউজ থেকে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে। 

মিউজিক ভিডিও প্রকাশের পর রবিবার ফেসবুক লাইভে এসে আরও একটি গান প্রকাশের কথা জানান ঋতাভরী। এই ভিডিওটি প্রকাশের পরই তা ছেয়ে গেছে নেট দুনিয়ায়। প্রশংসায় পঞ্চমুখ ঋতাভরী ফ্যানেরা।নতুন বছরে তাঁদের জন্যে আসতে চলেছে আরও একটি উপহার অভিনেত্রীর তরফ থেকে।

Read more!
Advertisement
Advertisement