Advertisement

Rittika Sen: আচমকা গায়েব ঋত্বিকা সেন, এখন কী করছেন দেব-বনির নায়িকা?

একসময় চুটিয়ে টলিউডে কাজ করেছেন ঋত্বিকা সেন। ২০০৭ সালে 'বর আসবে এখুনি' দিয়ে প্রথম ক্যামেরার সামনে আসা। অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এখন হঠাৎই গায়েব অভিনেত্রী। সুন্দরী অভিনেত্রী হিসাবেই পরিচিত ঋত্বিকা।

ঋত্বিকা সেন ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 8:03 PM IST
  • টলিউড দুনিয়ার খুবই পরিচিত মুখ অভিনেত্রী ঋত্বিকা সেন
  • খুব ছোট বয়স থেকেই ঋত্বিকা তাঁর সিনেমার সফর শুরু করেছিলেন
  • কিন্তু আচমকরাই বড়পর্দা থেকে বিদায় নেন ঋত্বিকা। গত এক বছরে তাঁকে কোনও বাংলা ছবিতে দেখা যায়নি।

টলিউড দুনিয়ার খুবই পরিচিত মুখ অভিনেত্রী ঋত্বিকা সেন। খুব ছোট বয়স থেকেই ঋত্বিকা তাঁর সিনেমার সফর শুরু করেছিলেন। কাজ করেছেন টলিউডের বড় বড় হিরোদের সঙ্গেও। কিন্তু আচমকরাই বড়পর্দা থেকে বিদায় নেন ঋত্বিকা। গত এক বছরে তাঁকে কোনও বাংলা ছবিতে দেখা যায়নি। এখন কোথায় রয়েছেন ঋত্বিকা আর কী করছেন তিনি আসুন জেনে নেওয়া যাক। 

টলিউডে চুটিয়ে কাজ করেছেন ঋত্বিকা সেন
একসময় চুটিয়ে টলিউডে কাজ করেছেন ঋত্বিকা সেন। ২০০৭ সালে 'বর আসবে এখুনি' দিয়ে প্রথম ক্যামেরার সামনে আসা। অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এখন হঠাৎই গায়েব অভিনেত্রী। সুন্দরী অভিনেত্রী হিসাবেই পরিচিত ঋত্বিকা। 

 

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসার আগেই দুর্নিবারকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর, বললেন...

দেব-বনির নায়িকা হিসাবেও দেখা গিয়েছিল
আরশি নগর', 'শাহজাহান রিজেন্সি', ‘হান্ড্রেড পার্সেন্ট লাভ’, ‘চ্যালেঞ্জ টু’-র মতো ছবিতে কাজ করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন দেব-জিতের সঙ্গে। কিন্তু ২০২১ সালে 'মিস কল'-এর পর আর কোনও প্রথম সারির প্রযোজনার সংস্থার ছবিতে দেখা যায়নি তাঁকে। ২০২২ সালে ‘প্রথম বারের প্রথম দেখা’ এলেও তা একেবারেই চলেনি। এরপরই একেবারে বডপর্দা থেকে সরে যান অভিনেত্রী।  

আরও পড়ুন: সুজয় প্রসাদকে অন্তর্বাস কিনে দেওয়ার প্রস্তাব দিলেন শ্রীলেখা, ব্যাপারটা কী?

 

টলিউড থেকে সরে গিয়েছেন অভিনেত্রী
না, অভিনয় থেকে সরে যাননি। টলিউড থেকে বিদায় নিয়ে এখন অভিনেত্রী দক্ষিণী ছবিতে পুরো মনোনিবেশ করেছেন। মাত্র ২২ বছর বয়সেই তিনি দক্ষিণী ছবিতে নিজের পা জমিয়ে নিয়েছেন। বিজয় সেতুপতির সঙ্গেও অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবি এখন মুক্তির অপেক্ষায়। 

Advertisement

আরও পড়ুন: ৮০ শতাংশ শ্যুট করেন অভিষেক, 'ডাকঘর' বিতর্ক নিয়ে বিস্ফোরক প্রাক্তন পরিচালক

তামিল-তেলেগু সিনেমায় কাজ করছেন অভিনেত্রী
ঋত্বিকা সম্প্রতি এ সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গিয়েছি তারাই বলুন আমি যেমন সিনেমা করি তা আর এখানে হচ্ছে কই। যে সব অভিনেত্রীরা আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে ১১ বছরের বড়, তাঁরাও তো কম কাজ করছেন।’

টলিউডে যথেষ্ট জনপ্রিয় ঋত্বিকা 
২০২১ সালে একটি মিউজিক ভিডিওতে ঋত্বিকা রোম্যান্স করেছেন তাঁর একসময়ের অনস্ক্রিন বাবা সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে। জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-তে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা সেন। তারপর ১২ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার। আর সেখানে মেয়ে থেকে সোজা বউ। 

ঋত্বিকা সেন ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী
তবে ঋত্বিকা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন। রিলস-ভিডিও পোস্ট করে তিনি এখন নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি ঋত্বিকা নাচেও বেশ পারদর্শী। সেই প্রতিভার দেখা মিলবে তাঁর ইনস্টা-ফেসবুক প্রোফাইলে।     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement