Advertisement

EXCLUSIVE: ৭ বছর পর বুদ্ধদেব দাশগুপ্তর ছবি, কী বলছেন পরিচালক

'আনওয়ার কা আজব কিসসা'। সাত বছর আগের তৈরি ছবি, ২০ নভেম্বর ২০২০-তে, 'ইরোজ নাও'তে মুক্তি পেল। ছবিতে আনওয়ারের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। এত বছর পর ছবির মুক্তিতে আনন্দিত হলেও পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadev Dasgupta) একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন এই ছবি নিয়ে। বাংলার মানুষ দেখতে পাবে না এই ছবি, সেই আশঙ্কা তাড়া করেছিল তাঁকে।

'আনওয়ার কা আজব কিসসা' শুটিং দৃশ্য (ছবি - অমৃতা, ফেসবুক)
অদিতি কুন্ডু
  • কলকাতা,
  • 21 Nov 2020,
  • अपडेटेड 5:35 PM IST
  • ৭ বছর পর মুক্তি পেল 'আনওয়ার কা আজব কিসসা', পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ছবি
  • ছবিতে মুখ্য চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, নীহারিকা সিং। বাংলা থেকে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, সোহিনী পাল
  • পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন এই ছবি নিয়ে। বাংলার মানুষ দেখতে পাবে না ভেবে।

'আনওয়ার কা আজব কিসসা'। সাত বছর আগের তৈরি ছবি, ২০ নভেম্বর ২০২০-তে, 'ইরোজ নাও'তে মুক্তি পেল। ছবিতে আনওয়ারের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। এত বছর পর ছবির মুক্তিতে আনন্দিত হলেও পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadev Dasgupta) একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন এই ছবি নিয়ে। বাংলার মানুষ দেখতে পাবে না এই ছবি, সেই আশঙ্কা তাড়া করেছিল তাঁকে। 

ছবির মুক্তিতে কেন এত দেরি সে প্রশ্নে প্রযোজকের সঙ্গে মতানৈক্যের কথাই বললেন পরিচালক। ''আকাশছোঁয়া চাহিদার সঙ্গে মেলাতে পারছিলাম না। পরে অবশ্য সে সমস্যা মিটেছে।'' 

নওয়াজউদ্দিন সম্পর্কে তিনি বললেন, ''প্রথম মুম্বইয়ের বাড়িতেই নওয়াজকে ডেকে পাঠাই। কথা হয়, তারপর ওকে কলকাতায় আসতে বলি। কলকাতায় এসে ও ভেবেছিল আমি সবটাই ওকে দেখিয়ে দেব। কিন্তু না আমিতো ওর সঙ্গে শুধুই কথা বলললাম, গল্প করতে করতে ওর সম্পর্কে জানার চেষ্টা করলাম। তারপর চরিত্র বুঝিয়েছি। নওয়াজ খুবই বুদ্ধিমান ছেলে। সবটা বুঝে ও মুম্বই চলে গেল। তারপর একেবারে শুটিংয়ের সময় এল। শুটিংয়ের সময় দেখলাম ও নওয়াজ নয়, আনওয়ার হয়ে এসেছে।''

ছবির গল্প পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তেরই। ''একজন ডিটেকটিভের গল্প। যে ডিকেকটিভ হয়েও আসলে কিন্তু নিজেকেই খুঁজে চলেছেন। জীবন কতরকমের হয়। কতরকমের জীবনকে আমরা সামনাসামনি দেখি। একজন মানুষ যার কাজ, দায়িত্ব অন্য জীবনকে, অন্য জীবনের খুঁটিনাটি খুঁজে বেড়ানো, সে আসলে নিজেকে, নিজের জীবনকে খুঁজতে বেড়িয়েছে।'' 

এতদিন পর মুক্তি পেলেও এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি। প্রশংসিতও হয়েছে। নওয়াজউদ্দিন সিদ্দিকি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), নীহারিকা সিং (Niharika Singh)। বাংলা থেকে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়। রয়েছেন তাপস পালের মেয়ে সোহিনী পালও। 

Advertisement

অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল তাঁর পর্দায় পা রাখা এই ছবি দিয়েই, তাই একটা অন্যরকম ভাললাগা। তিনি বললেন, ''যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অডিশনের ডাক। তারপরই সিলেকশন। এক্সাইটেড ছিলাম, তবে ভয়ও ছিল এত গুণী লোকজন, স্ক্রিন শেয়ার করতে হবে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে...। আসলে ততদিনে তো 'কাহানি', 'ওয়াসেপুর' দেখে ফেলেছি। তাই ভয়টা কোথাও একটা কাজ করছিল। সেটে গিয়ে পুরোটাই আলাদা, একটা ঘোরের মধ্যে কেটে গেল যেন। এ আমার জীবনের এক পরম প্রাপ্তি। আমি আরও কাজ করতে চাই বুদ্ধদেব বাবুর সঙ্গে।''

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement