Advertisement

Anirban- Madhurima Divorce: সত্যিই বিয়ে ভাঙছে অনির্বাণ- মধুরিমার? মুখ খুললেন অভিনেত্রী

Tollywood Gossips: টলি বা টেলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে একেবারে 'স্পিকটি নট' পরিচালক-অভিনেতা। তবে সম্পর্কে ভাঙন নিয়ে এবার মুখ খুললেন মধুরিমা। 

অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী (ছবি: ফেসবুক)অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Apr 2024,
  • अपडेटेड 8:37 PM IST

টলি বা টেলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে। টেলিপাড়ায় বেশ কিছু মাস ধরে গুঞ্জন, দূরত্ব তৈরি হয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামীর মধ্যে। যদিও এ বিষয়ে একেবারে 'স্পিকটি নট' পরিচালক-অভিনেতা। তবে সম্পর্কে ভাঙন নিয়ে এবার মুখ খুললেন মধুরিমা। 

সত্যি কি বিবাহবিচ্ছেদ হচ্ছে অনির্বাণ-মধুরিমার? আলাদা থাকছেন তাঁরা? এপ্রসঙ্গে, মধুরিমা সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, "এখনও এসব নিয়ে এত আলোচনা চলছে। আমার ভেবেই হাসি পাচ্ছে।" বিচ্ছেদ হওয়া নিয়ে মঞ্চাভিনেত্রী বলেন, "একেবারেই নয়। আমার প্রশ্নটা একেবারেই খারাপ লাগল না। বরং সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ ঘটত, একটু খারাপ লাগত। তবে বিষয়টা যেহেতু সত্যি নয়, আমি কিছু মনে করছি না বরং খোলাখুলি বলতে চাইছি যে পুরোটাই গুজব। এটা কেন রটেছে বলতে পারব না। শুধু এটুকু বলতে পারি বিষয়টা সত্যি নয়।" 

মধুরিমা আরও বলেন, "আমাদের বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন। অনির্বাণদাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি।" বিয়ের এতদিন পরেও স্বামী অনির্বাণকে 'দাদা' বলেই সম্বোধন করেন অভিনেত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, "১২ বছর ধরে আমার এবং অনির্বাণদার সম্পর্ক। অনেক ছোট বয়স থেকে তাঁকে আমি চিনি। দাদা বলাটা প্রথম থেকেই। তাই একেবারেই ছাড়তে পারিনি। এখনও মুখ থেকে দাদা শব্দটা বেরিয়ে আসে।" 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে হঠাৎ বিয়ে করেন অনির্বাণ ও মধুরিমা। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একেবারে ঘরোয়াভাবে বিয়ে সারেন জুটি। আইনি বিয়ের পাশাপাশি সিঁদুরদানেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে। মধুরিমা- অনির্বাণের সম্পর্ক দীর্ঘদিনের। নাট্য দুনিয়া থেকেই আলাপ হয় দু'জনের। 

 

Read more!
Advertisement
Advertisement