Advertisement

Ankush Hazra-Oindrila Sen: কেন বিয়ে করছিস না? অঙ্কুশ-ঐন্দ্রিলাকে বকা দিলেন বুম্বাদা

বহু বছর ধরে ডেট করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে টিনসেল টাউনের এই জুটি কবে বিয়ে করবেন। মাঝে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চললেও তা ফের বিশ বাঁও জলে চলে যায়।

অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা এবং প্রসেনজিৎ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামঅঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা এবং প্রসেনজিৎ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2023,
  • अपडेटेड 12:24 PM IST
  • বহু বছর ধরে ডেট করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।
  • স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে টিনসেল টাউনের এই জুটি কবে বিয়ে করবেন।
  • বিয়ে না করার কারণে অঙ্কুশকে রীতিমতো বকা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বহু বছর ধরে ডেট করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে টিনসেল টাউনের এই জুটি কবে বিয়ে করবেন। মাঝে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চললেও তা ফের বিশ বাঁও জলে চলে যায়। শনিবার প্রমিস ডে উপলক্ষ্যে এই জুটিকে সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি দিতে দেখা যায়। শুধু তাই নয়, এই ছবির পোস্টে অঙ্কুশ এও লেখেন, কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত। 

বকা খেলেন অঙ্কুশ বুম্বাদার কাছে
এই পোস্ট সামনে আসতেই স্বাভাবিকভাবেই তাঁদের বিয়ে কেন হবে না তা নিয়ে একাধিক প্রশ্ন জমা হতে থাকে। বিয়ে হবে কি হবে না সেই বিতর্ককে উস্কে দিয়ে বিয়ে না করার কারণে অঙ্কুশকে রীতিমতো বকা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্টির ব্যস্ততম অভিনেতার কাছ থেকে বকাঝকা খেয়ে অবস্থা বেশ টাইট অঙ্কুশের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে যায়। 

আরও পড়ুন

বিয়ে করা নিয়ে বকা
পোস্ট হওয়া ভিডিওতে প্রথমেই দেখা যায় যে ঐন্দ্রিলা চেয়ারে বসে নেলপলিশের শিশি খোলার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এর মধ্যেই ফোন আসে বুম্বা দার। ঐন্দ্রিলাকে ফোন করে তিনি অঙ্কুশকে চান ফোনে। এদিকে অন্য ঘরে অঙ্কুশ কানে হেডফোন লাগিয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত রয়েছেন। ঐন্দ্রিলার দু-একবার ডাকার পরই ঘোর ভাঙে অভিনেতার। বুম্বাদার ফোন জেনে তড়িঘড়ি তিনি কথা বলেন। ওপাশ থেকে প্রসেনজিৎকে খুব বিরক্তের স্বরে বলতে শোনা যায়, যে অঙ্কুশ ও ঐন্দ্রিলার ব্যাপারটা কী। অঙ্কুশ-ঐন্দ্রিলাকে তিনি যে স্নেহ করেন ভালোবাসেন সেটা বলার পর বুম্বা দা জানতে চান অঙ্কুশের কাছে যে তাঁরা কী করতে চাইছে। এর জবাবে অঙ্কুশ জানতে চান যে তাঁরা আসলে কী করেছেন। তার জবাবে বুম্বা দা বলেন যে তিনি তাঁদের অভিভাবকের মতো তাই তাঁকে সবাই অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে প্রশ্ন করছে। এরপর প্রসেনজিৎ জানান যে ১৪ ফেব্রুয়ারি ১৩ বছর পূর্ণ হবে তাঁদের সম্পর্কের এবার যেন তাঁরা তাঁদের বিয়ের কথা ঘোষণা করেন।

Advertisement

 

 

১৪ ফেব্রুয়ারি ফাঁস হবে আসল রহস্য
বুম্বা দা ফোন রাখার পর ফের রহস্য জাগিয়ে রেখে অঙ্কুশ জানান যে কেন তিনি ও ঐন্দ্রিলা বিয়ে করছেন না তা জানতে চাইছেন প্রসেনজিৎ। এরপর ঐন্দ্রিলাকে বলতে শোনা যায় যে তিনি নিজেই লোকসমাজে মুখ দেখাতে পারছেন না আর কেন বিয়ে করছেন না তা তিনি বলতে পারবেন না। তবে অঙ্কুশ এটা জানিয়ে দেন যে বুম্বাদাকে এখনই কিছু জানাতে হবে না ১৪ ফেব্রুয়ারি সকলের সঙ্গে বুম্বাদাও জেনে যাবেন তাঁদের বিয়ে না করার আসল কারণ। 

অঙ্কুশের জন্মদিন সেদিন
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিন। তার সঙ্গে ঐন্দ্রিলার সঙ্গে তাঁর সম্পর্কের ১৩ বছর পূর্ণ। এরকম পরিস্থিতিতে তাঁদের বিয়ে নিয়ে টলিউডে চলছে জোর জল্পনা-কল্পনা। অনেক দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে সকলের মনে নানা প্রশ্ন। কবে বিয়ে করবেন তাঁরা? যদিও এই প্রশ্নের জবাব এখনও পাওয়া না গেলেও এই ধরনের নানান পোস্ট ক্রমশঃ জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। তবে অনেকেই মনে করছেন এটা হয়ত অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির আগামী কোনও ছবির ঘোষণা উপলক্ষ্যে হতে পারে। ১৪ ফেব্রুয়ারির অপেক্ষায় রয়েছে সকলে।           

Read more!
Advertisement
Advertisement