Advertisement

মা-মেয়ের মিষ্টি সম্পর্ক নিয়ে আসছে 'চিনি', প্রকাশ্যে ছবির পোস্টার

কোভিড অতিমারীর জন্যে দীর্ঘদিন বন্ধ ছিল ছবির শ্যুটিং। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। এসভিএফ (SVF) ব্যানারে আসছে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত ছবি 'চিনি' (Chini)। 

প্রকাশ্যে 'চিনি' ছবির পোস্টারপ্রকাশ্যে 'চিনি' ছবির পোস্টার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2020,
  • अपडेटेड 7:58 PM IST
  • অতিমারীর জন্যে দীর্ঘদিন বন্ধ ছিল ছবির শ্যুটিং।
  • আসছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি 'চিনি'।
  • মুখ্য চরিত্রে অপরাজিতা, মধুমিতা।

কোভিড অতিমারীর জন্যে দীর্ঘদিন বন্ধ ছিল ছবির শ্যুটিং। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ছন্দে ফিরছে বিনোদন জগৎ। পুজোর আগে একাধিক হল খুলে গেলেও কার্যত মাছি তাড়াচ্ছে হল মালিকেরা। যার জেরে শহর ও শহরতলীর অনেকগুলি হল আপাতত বন্ধ রয়েছে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। এসভিএফ (SVF) ব্যানারে আসছে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত ছবি 'চিনি' (Chini)। 

পুজোর আগে প্রায় মুখ থুবড়ে পড়ার পর এবং দীর্ঘ বিরতির পর, ফের বড়দিনের আগে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। মৈনাক ভৌমিক পরিচালিত ছবি 'চিনি'- র প্রথম পোস্টার মুক্তি পেয়েছে বুধবার। মা-মেয়ের মিষ্টি সম্পর্ক নিয়ে ছবির গল্প। ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ়্য (Aparajita Adhya) ও মেয়ের চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে (Madhumita Sarkar)।  নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রীরা। মধুমিতা লিখেছেন, "মা মেয়ের সম্পর্ক তো চিনির মত মিষ্টি, তাই না?"

 

আরও পড়ুন

মা মেয়ের সম্পর্ক তো চিনির মত মিষ্টি, তাই না? Presenting the Official Poster of my next #Cheeni, a film by Mainak Bhaumik Film releasing on #Christmas2020 at theaters near you. SVF


ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রসেন,অমিত ঈশান। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন প্রসেঞ্জিত চৌধুরী। তবে বছরটা ভালোই যাচ্ছে মধুমিতার। ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেয়েছিল প্রীতম ডি গুপ্তার ছবি 'লাভ আজ কাল পরশু'। যেখানে মধুমিতার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে গত অক্টোবর মাসে কোভিড জয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ়্য বর্তমানে তিনি ব্যস্ত রান্নার শো 'রান্নাবান্না'-র সঞ্চালনা নিয়ে।

Read more!
Advertisement
Advertisement